মাত্রাছাড়া আবেগকে এবার ভাবনার শক্ত নিগড়ে বেঁধে ফেললাম।
এখন পলকা লাগে মনের নানান অলিগলি,
ভারমুক্ত হয়ে খুলতেও পারি চিন্তার বহু জট।
যত ভুল হয়ে যেত বেলাগাম আবেগে
যত একরোখা কল্পনা ঝাঁপিয়ে পড়ত বিপদের মুখে।
এখন সংযম হৃদয়ে এসেছে আইনের কঠোরতা,
মান্য করতেই হয় মানীর মতন
সকল বিলাস-ব্যসন।
এবার এসো এসো সকলে অগ্নিসাক্ষীর সামনে,
অকপটে অকথ্যভাবে দগ্ধ যেন না করি নিজেকে
অসভ্য আবেগের প্রেমানলে।
ঋজু শিরদাঁড়া কোনভাবেই দূষিত হাওয়ায় পড়বে না নুয়ে,
দুর্বল প্রাণও পাবে খুঁজে যাত্রার সঠিক ঠিকানা,
কিছুতেই পা হড়কে পড়বে না জাঁতাকলে।