সুন্দর ভাবে বাঁচার জন্য, চাই একটা নতুন পৃথিবী।
যেখানে থাকবে না কোনো হিংসা দ্বেষ,থাকবে না মারণ ব্যাধি।
মানুষে মানুষে থাকবে না,কোনো ভেদাভেদ আর।
সবাই সুখে থাকবে সেথা, র’বে না দুঃখভার।
অসহিষ্ণু পৃথিবী আজ উষ্ণায়নের ফলে,
কতো সাইক্লোন ধরার বুকে, কতো তান্ডব চলে।
রুষ্ট হয়েছে পৃথিবী আজ, অনাচার, পাপ, দূষণে,
ধরিত্রী মা আছে চেয়ে এক নতুন ভোরের ক্ষণে।
শ্যামলীমা মাখা ধরণী হবে শাখে শাখে ফুল ও ফল
পাখপাখালীর সুর মূর্ছনায় জুড়াবে প্রাণ সকল
বৃক্ষ রোপন করবে সবাই, বৃক্ষ ছেদন নয়,
বর্জ্য পদার্থে ভরবে না ধরা, ভাসবে না জলাশয়।
চাই একটা নতুন পৃথিবী দূষণ মুক্ত ভোর
শুদ্ধ বাতাসে শ্বাস নেওয়ার মুক্ত তমসা ঘোর।
আগামী প্রজন্মের কাছে করি এই অঙ্গীকার
আজ থেকে শুরু হোক দূষণ মুক্ত পৃথিবী গড়ার।