দেখলে কি এমন তার ভিতরে
রাখলে তাকে মনের গভীরে?
লেখনীর টানেই মুগ্ধ হলে
আবেগে তাই ভেসে গেলে?
পলাশ রাঙা বসন্ত তার মন
ছুঁয়ে কি হলে আবেগপ্রবণ?
লাভ কি পাও ভেবে তার কথা
কমে কি তা’তে মনের ব্যথা?
লেখায় কি তার জ্বলে আগুন
ধরাতে পারে মনে ফাগুন?
দেখলে কি এমন তার ভিতরে
রাখলে তাকে মনের গভীরে?
লেখনীর টানেই মুগ্ধ হলে
আবেগে তাই ভেসে গেলে?
পলাশ রাঙা বসন্ত তার মন
ছুঁয়ে কি হলে আবেগপ্রবণ?
লাভ কি পাও ভেবে তার কথা
কমে কি তা’তে মনের ব্যথা?
লেখায় কি তার জ্বলে আগুন
ধরাতে পারে মনে ফাগুন?