তুমি থাকো যে কোথায়, কত খুঁজেছি তোমায়–
দিনরাত এক করে চেয়েছি তোমায়।
তবু তুমি আজ অবধি ধরা কভু দিলে না আমায়!
চেয়েছি তোমার কাছে সুগভীর প্রেম,
লাজে নত হৃদয়ের অনাবিল নম্র ভালোবাসা–
জীবন প্রবাহ বুঝি কাল সিন্ধু পানে ধায়
ধরা আজও দিলেনা আমায়।
হয়তো কখনো কোনও শবরীর মোহ মুগ্ধ মায়ায়
তিলে তিলে আচ্ছন্ন যেন করেছে আমায়
মিছে আশা মরীচিকা সম ভেসে যায় কাল- দরিয়ায়,
সাত পাকে বাঁধা পড়ে, জড়িয়ে গিয়েছি এই সংসারের প্রলুব্ধ মায়ায়।
ভেঙ্গে গেছে ভুল, জেনেছি অনেক পরে নদীর দুকূল
একই মায়া জলরাশি বয়ে নিয়ে পরপারে ধায়,
জীবনতরণী শুধু সে জলের বহতী মায়ায় নিরন্তর যায় বহে যায়।
কামনা বাসনা যত ভীড় করে থাকে শরীরের মোহনায় কানায় কানায়।
বুঝিবা দিনের শেষে, অনন্ত সাগরে মেশে, মহা মুক্তির আশায়।
সে আশায় দিন শেষে তাই শুনি বসে বসে তোমার নুপুর ধ্বনি মন আঙিনায়,
কখনো বা আকাশের বজ্রমেঘে অমোঘ নির্ঘোষে
মনে হয় বুঝি তুমি ডেকেছো আমায় —
কালের নির্ঘোষ শুনি, দিনান্তের দিন গুনি,
ঋদ্ধ হয়েছি আমি, তাই আরো খুঁজেছি তোমায়।
ছুটে গেছি দেশ দেশান্তর, ধু ধু মরু বালুকার চর,
মনে হয় এই কাছে ডাকো,
মনে হয় তুমি বুঝি নেই কোথা আর।
খুঁজে তাই ব্যর্থ মনোরথে থমকে দাঁড়াই কতবার–
ক্লান্ত হয়ে অবশেষে খুলে দেখি হৃদয়ের দ্বার–
তুমি ধ্যানমগ্ন হয়ে বসে আছো হৃদয়ে আমার।।
তাই আমি বলি বারবার, তোমায় হৃদ মাঝারে রাখবো, যেতে দেবো না।