জামাই করে চাকরি
সংসার চালায় শাশুড়ি
বউ গুলো করে এমন ভান যেন সে মাধুরী
স্বামীগুলো কলুর বলদ
করছে সদাই গলদ
বউয়ের পাছায় লাগায় মলম,দেখায় শুধুই দরদ
বউ বলে আহা…. কি মজা..
পেয়েছি, দারুন স্বামী
যত্নে একটু খামতি হলেই–
স্বামীর কপালে আছে মুগুর দামি
বুঝে দেখো বাছাধন, বউ তোমার মিষ্টি ভারী
একেই বলে দশভুজার দশ ঢং নারী রকমারি
এরপরেও যদি তুমি এদের মাথায় মাখাও তেল
তোমার মাথার চুল সব পড়ে গিয়ে হবে কদবেল।