আপনি বলুন মার্ক্স,
সাম্যবাদের যে কথা শুনিয়েছিলেন
সে কি শুধুই কথা?
নারী পুরুষ মাঝে কোথায় সাম্য?
নারীর বাড়ি কোথায়?
পদবী কি?
সমান পদক্ষেপে হেঁটে চলা নারীকেও কেন
থমকে যেতে হয় ঘরে!
বিসর্জনের আগুনে কেন আত্মাহুতি নারীর বারে বারে!
নারীকে নরক ফেলে কোন সাম্যবাদের গান গাইছে পুরুষ?
একটু ছেঁড়া সাম্যবাদের টুকরে কি উষ্ণ হতে পারেনা নারী সম্ভ্রম?
তবে থাক সাম্য,
রোজ রুটির মতো আগুনে সেঁকে উদরপূর্তি হোক পুরুষের।
সাম্যবাদ আজ নগ্ন,
ঐ যে নারী আত্মত্যাগের বর্মে করছে তার লজ্জা হরণ,
থাক তবে মার্ক্স,
বইয়ের পাতায় পাতায়,
সমাজের অন্ধ অলিতে গলিতে,
নারীর হাহাকারে লালিত হোক সাম্যবাদ।
তোমার আদর্শের সাম্যবাদ আজ জ্বলছে নারীর রান্নাঘরে।