Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আমাদের মেইল করুন - banglasahitya10@gmail.com or, contact@banglasahitya.net অথবা সরাসরি আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » সাদাত হোসাইন || Sankar Brahma

সাদাত হোসাইন || Sankar Brahma

২১ মে, ১৯৮৪ সালে সাদাত হোসাইন বাংলাদেশের মাদারীপুর জেলার, কালকিনি থানার কয়ারিয়া গ্রামে জন্মান। প্রাথমিক শিক্ষা মাতৃশিক্ষায়তনে। পরে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন।
তিনি নিজেকে একজন গল্পকার হিসেবে বর্ণনা করেছেন। তার কাছে চারপাশের জীবন ও জগৎ, মন ও মানুষ সকলই গল্প। তিনি মনে করেন, সিনেমা থেকে পেইন্টিং, আলোকচিত্র থেকে ভাস্কর্য, গান থেকে কবিতা- উপন্যাস-নাটক, সৃজনশীল এই প্রতিটি মাধ্যমই মূলত গল্প বলে। গল্প বলার সেই আগ্রহ থেকেই একের পর এক লিখেছেন- আরশিনগর, অন্দরমহল, মানবজনম, নিঃসঙ্গ নক্ষত্র, নির্বাসন, ছদ্মবেশ, মেঘেদের দিন ও অর্ধবৃত্তের মতো জনপ্রিয় উপন্যাস। ‘কাজল চোখের মেয়ে’, ‘তোমাকে দেখার অসুখ’ সহ দারুণ সব পাঠকপ্রিয় কবিতার বই। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বোধ, দ্য শুজ, প্রযত্নের পাশাপাশি’ নির্মাণ করেছেন ‘গহীনের গান’ এর মতো ব্যতিক্রমধর্মী পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রও। জিতেছেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, বাংলাদেশ শিল্পকলা একাডেমির শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকার পুরস্কার, এসবিএসপি-আরপি ফাউন্ডেশন সাহিত্য পুরস্কার, পশ্চমিবঙ্গের চোখ সাহিত্য পুরস্কার, শুভজন সাহিত্য সম্মাননা ও এক্সিম ব্যাংক- অন্যদিন হুমায়ূন আহমদে সাহিত্য পুরস্কার ২০১৯।
তিনি একটি পত্রিকায় ফটোসাংবাদিক ছিলেন। তখন সম্পাদক তাকে বললেন, সে যেন ওই ছবির গল্প লেখে। অবশেষে, এইগুলি দিয়ে তিনি ২০১৩ সালে তার প্রথম বই প্রকাশ করেন যার নাম ছিল ‘গোলপছবি’। এরপর তিনি ছোটগল্প লিখতে শুরু করেন। ২০১৪ সালে ‘জানলার ওপাশে’ প্রকাশিত হয়। ২০১৫ সালে ‘আরশিনগর’-ই প্রথম বই যখন লোকেরা তাকে চিনেছিল। লেখালেখির পাশাপাশি চলচ্চিত্র নির্মাণেও তার আগ্রহ রয়েছে। ‘এএসএইচ’ প্রোডাকশন হাউস নামে তার একটি প্রোডাকশন হাউস রয়েছে, শর্ট ফিল্ম, নাটক, মিউজিক ভিডিও, ডকুমেন্টারি ইত্যাদির মতো বেশ কয়েকটি ভিজ্যুয়াল বিষয়বস্তু প্রকাশ করেছে। তার রচিত ও পরিচালনায় ‘ গোহিনের গান ‘ নামে একটি ফিচার-দৈর্ঘ্যের মিউজিক্যাল ফিল্ম ।

বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন বইয়ের দোকান রকমারি.কম-এর মতে, গত কয়েক বছর ধরে তিনি একুশে বইমেলায় সবচেয়ে বেশি বই বিক্রি হওয়া কথাসাহিত্যিক তিনি। এছাড়াও তিনি ভারতের কলকাতায় বাংলাদেশ বইমেলায় সবচেয়ে বেশি বিক্রি হওয়া লেখকদের একজন।
তিনি বাংলাদেশ ও ভারতের সংবাদপত্র, ম্যাগাজিনের জন্য নিয়মিত ছোটগল্প লেখেন।

বই

আমার আর কোথাও যাওয়ার নেই ( আমার আর পাশে যাওয়া নেই ) (২০১৪ সাল) ISBN 978-984-90873-3-5
আরশিনগর ( আরশিনগর ) (২০১৫ সাল) ISBN 978-984-91335-9-9
অন্দরমহল ( অন্দরমহল ) (২০১৬ সাল) [27] ISBN 978-984-91336-4-3
মানবজনম ( মানবজনম ) (২০১৭ সাল) [28] ISBN 978-000-07378-6-1
নিঃসঙ্গ নক্ষত্র ( নিঃসঙ্গ নক্ষত্র ) (২০১৮ সাল) ISBN 978-984-92804-3-9
নির্বাসন ( নির্বাসন ) (২০১৯ সাল) ISBN 978-984-93661-1-9
মেঘেদের দিন ( মেঘেদের ‍দিন ) (২০১৯ সাল) ISBN 978-984-50257-5-1
অর্ধবৃত্ত ( অর্ধবৃত্ত ) (২০২০ সাল) ISBN 978-984-94319-0-9
তোমার নাম সন্ধ্যা নামে ( تمھارا সন্ধ্যাنام ) (২০২০ সাল) ISBN 978-984-50273-4-2
শেষ অধ্যায় নেই (২০২০ সাল) ISBN 978-984-94935-4-9
ছদ্মবেশ ( ছদ্মবেশ ) (২০২০ সাল) ISBN 978-984-94935-4-9
মরণোত্তম ( মরণোত্তম ) (২০২০ সাল) ISBN 978-984-50260-6-2
স্মৃতিগন্ধা ( স্মৃতিগন্ধা ) (২০২১ সাল)
বিভা ও বিভ্রম ( বিভা ও বিভ্রম ) (২০২১ সাল)
সে এখানে নেই ( সে এখানে নেই ) (২০২১ সাল)
ইতি স্মৃতিগন্ধা ( ইতি স্মৃতিগন্ধা ) (২০২২ সাল)
প্রিয়তম অসুখ সে ( প্রিয়তম অসুখ সে ) (২০২২ সাল)

(গল্প)

গোলপছবি ( গল্পছবি ) (২০১২ সাল)
জনলার ওপাশে ( জানালার ওপাশে ) (২০১৩ সাল) ISBN 978-984-90462-2-6

(কবিতা)

যেতে যেতেও ( যেতে যেতেও ) (২০১৫ সাল) ISBN 978-984-92805-1-4
Ami Ekdin Nikhoj Hobo ( আমি একদিন নিখোঁজ হব ) (২০১৭ সাল) ISBN 978-984-92804-1-5
কাজল ছবি মেয়ে ( কাজল ছবি মেয়ে ) (২০১৮ সাল) ISBN 978-984-93660-5-8
Tomake Dekhar Osukh ( দেখতে দেখার অসুখ ) (২০২০ সাল) ISBN 978-984-94319-1-6
প্রণয়ে তুমি প্রার্থনা হও ( প্রণয়ে তুমি প্রার্থনা হও ) (২০২১ সাল)

(ছায়াছবি)

বৈশিষ্ট্য

(সম্পাদনা)

গোহিনের গান (2019), রচনা ও পরিচালনা।

(তথ্যচিত্র)

কিংবদন্তি সৈয়দ আবদুল হাদী , রচনা ও পরিচালনা।

(শর্টস ফিল্ম)

বোধ
জুতা

(পুরস্কার)

শ্রেষ্ঠ পরিচালক, বাংলাদেশ শর্ট অ্যান্ড ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৬ সাল
চেম্বার আন্তর্জাতিক পুরস্কার
SBSP-RP ফাউন্ডেশন সাহিত্য পুরস্কার
হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ২০১৯ সাল
কথা সাহিত্য পুরস্কার 1426
শুভজন সাহিত্য পুরস্কার ২০১৯
মার্ভেল অফ টুমরো ইনফ্লুয়েন্সার্স অ্যাওয়ার্ড ২০২১ সাল – লেখক
কালী ও কালাম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২১ সাল (কল্পকাহিনী)

—————————————————————-
[ তথ্যসূত্র সংগৃহীত ও সম্পাদিত ]

সূত্র নির্দেশিকা –

“বহু গুণী সাদাত হোসেনের সাথে আলাপ”। ডেইলি অবজারভার । ২০ই জুলাই ২০১৭ সাল। সংগৃহীত 2019-02-12​.
“প্রযোজনায় আসিফের প্রথম ফিচার-দৈর্ঘ্যের মিউজিক্যাল ফিল্ম”। ঢাকা ট্রিবিউন। ১২ই আগস্ট ২০১৮ সাল। সংগৃহীত 2019-02-12​.
“বাংলাদেশ বইমেলা-কলকাতায় ‘কবিতায় এপার ওপার-৩’ । বাংলানিউজটোয়েন্টিফোর.কম. 2018-10-17 । সংগৃহীত ১৬ই ফেব্রুয়ারি ২০২১ সাল।
“সাদত হোসেন: গল্পকার” । কাব্য কিশোর । 2023-07-16 । সংগৃহীত 2023-08-06.
আমি একজন আদ্যপান্ত ‘স্টোরি টেলার’. মানব জমিন (বাংলায়) । ১৬ই ফেব্রুয়ারি ২০২১ সালে সংগৃহীত ।
পাঠ পাঠ. প্রথম আলো (বাংলায়)। ১২ই মার্চ ২০২০সাল । সংগৃহীত ২১শে নভেম্বর ২০২১ সাল ।
“সাদত হোসেনের লেখার দর্শন, জীবনের গল্প” । ডেইলি স্টার । ২০ই আগস্ট ২০২২ সাল । সংগৃহীত ২০ই আগস্ট ২০২২ সাল।
“একুশের বইমেলা – 4 তরুণ লেখকের সাথে কথোপকথন”। ডেইলি স্টার। ১৫ই ফেব্রুয়ারি ২০১৯সাল। সংগৃহীত 2019-02-17​.
তারা তাদের ‘সমলোচনার’ সমালোচকদের সমালোচক নিতে না –সাদাত হোসাইন।. alokitosakal.com (বাংলায়) । ১৬ই ফেব্রুয়ারি ২০২১ সালে সংগৃহীত ।
জীবন আলোচনাই বলতে চাই সাদাত হোসাইন. বাংলা ট্রিবিউন (বাংলায়)। 2016-05-05​ সংগৃহীত 2019-02-07​.
“তমা মির্জা, আমান গোহিন-এর গানের শুটিং শেষ করেছেন” । দ্য নিউ নেশন । ২রা নভেম্বর ২০১৮ সাল । সংগৃহীত 2019-02-12​.
হতাশা আমাকে জাগিয়ে তোলে : সাদাত হোসাইন. এনটিভি (বাংলায়)। 2016-11-20​ সংগৃহীত 2019-02-07​.
“আসিফ আকবরের মিউজিক্যাল ফিল্ম প্রেক্ষাগৃহে হিট”। ডেইলি স্টার। ১লা ডিসেম্বর ২০১৯ সাল। সংগৃহীত 2019-09-12​.
“প্রযোজনায় আসিফের প্রথম ফিচার-দৈর্ঘ্যের মিউজিক্যাল ফিল্ম”। ডেইলি স্টার। ১২ই আগস্ট ২০১৮ সাল। সংগৃহীত 2019-09-12​
“গোহিনের গানের প্রথম গান প্রকাশিত হয়েছে”। ডেইলি সান। ৪ঠা ডিসেম্বর ২০১৯ সাল। সংগৃহীত 2019-09-12​
“সংক্ষেপে অমর একুশে বইমেলা 2020” । ইউএনবি​ ৪ঠা মে ২০২০ সাল । সংগৃহীত 2020-05-04​
পাঠক চাহিদার তুঙ্গে সাদাত হোসাইনের নতুন বই ‘শেষ অধ্যায় নেই. proshantika.com (বাংলায়) । ১৬ই ফেব্রুয়ারি ২০২১ সালে সংগৃহীত ।
“নাগদ- ভিন্নারি বেস্ট সেলার অ্যাওয়ার্ড বর্ণনা তারা” । জাগোনিউজ২৪ । ৫ই জুলাই ২০২২ সাল । ৮ই আগষ্ট ২০২২ সালে সংগৃহীত ।
“মহর কুঞ্জে বাংলাদেশ বইমেলার নবম সংস্করণ শুরু হয়েছে” । দ্য মিলেনিয়াম পোস্ট । ২রা নভেম্বর ২০২০ সাল । সংগৃহীত 2020-05-04​
সীমানা পেরোনো আর এক ‘সাদাত’, প্রেম-রহস্যে ধরছেন চারপাশ…।. eisamay.indiatimes.com (বাংলায়) । ১৬ই ফেব্রুয়ারি ২০২০ সালে সংগৃহীত ।
প্রেমের প্রয়োজনে জীবন নয়। জীবনের প্রয়োজনে প্রেম! : সাদাত হোসাইন. kolkatatv.org (বাংলায়) । ১৬ই ফেব্রুয়ারি ২০২১ সালে সংগৃহীত ।
বইমেলার জন্য সমর্থন নিখুঁত. মনোকন্ঠ (বাংলায়) । ১৬ই ফেব্রুয়ারি ২০২১ সালে সংগৃহীত।
শেষ পর্যন্ত, যেতে যেতে হবে. প্রথম আলো (বাংলায়) । ১৬ই ফেব্রুয়ারি ২০২১ সালে সংগৃহীত।
সন্ধ্যার অরিগ্যামি. প্রথম আলো (বাংলায়)। ১৬ই ফেব্রুয়ারি ২০২১ সালে সংগৃহীত।
আমরা কি তা সইতে পারব?. প্রথম আলো (বাংলায়)। ১৬ই ফেব্রুয়ারি ২০২১ সালে সংগৃহীত।
নিখোঁজ ঘোষণা. প্রথম আলো (বাংলায়)। ১৬ই ফেব্রুয়ারি ২০২১ সালে সংগৃহীত।
“একটি প্রাসাদ যেখানে সূর্য অস্ত যায়” । ডেইলি অবজারভার । 2017-06-10​ সংগৃহীত 2019-02-07​
“আকার গুরুত্বপূর্ণ!” . ডেইলি স্টার । 2017-02-21​ সংগৃহীত 2019-02-07​
“বুক রিভিউ: মেঘেদের দিন (মেঘের দিন) – সাদাত হোসেন” । ডেইলি অবজারভার । সংগৃহীত ২১শে নভেম্বর ২০২১ সাল ।
ফেসবুক সাদা হোসাইনের রেজা সিরিত দ্বিতীয় বই. jagonews24.com (বাংলায়)। ১৬ই ফেব্রুয়ারি ২০২১ সালে সংগৃহীত।
‘মরণোত্তম’ এক অসহনীয় জিনিষ প্রতিবিম্ব. বাংলাদেশ প্রতিদিন (বাংলায়)। ২৩শে অক্টোবর ২০২০ সাল। ১৬ই ফেব্রুয়ারি ২০২১ সালে সংগৃহীত।
ই-বুকে সাদাত হোসাইনের ‘সে এখানে নেই’. sarabangla.net (বাংলায়)। অক্টোবর ২০২১ সাল। ১৩ই অক্টোবর ২০২১ সালে সংগৃহীত।
ডটকম, গ্লিটজগে বিডিনিউজ টুয়েন্টিফোর।ডিসেম্বরে ‘গহীনের গান’. bdnews24.com (বাংলায়) । সংগৃহীত 2020-05-04​
“ডকুমেন্টারি সৈয়দ হাদীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে” । নতুন যুগের . 2019-07-02 । সংগৃহীত 2020-05-04​
শ্রেষ্ঠ নির্মাতার বিবাহিত সাদাত হোসাইন. priyo.com (বাংলায়) । সংগৃহীত 2019-02-07​
“পুরস্কার অনুষ্ঠানের মাধ্যমে ছয় দিনের অনুষ্ঠান সমাপ্ত হয়”। স্বাধীনতা. ঢাকা। 2016-10-01​ সংগৃহীত 2019-02-07​
“সংক্ষিপ্ত এবং ডকুমেন্টারি উৎসবের পর্দা”। ডেইলি স্টার। 2016-10-10​ সংগৃহীত 2019-02-07​
“শর্ট এবং ডকু ফিল্ম ফেস্ট শেষ”। এশিয়ান যুগ। 2016-10-10​ সংগৃহীত 2019-02-07​
“রাবেয়া খাতুন ও সাদাত হোসেন এ বছর স্বীকৃতি পেয়েছেন”। দৈনিক ইন্ডিপেন্ডেন্ট। ১৪ই নভেম্বর ২০১৯ সাল। সংগৃহীত 2019-09-12​
“হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ২০১৯ : উত্তরাধিকার বেঁচে থাকে” । ডেইলি স্টার। ১৩ই নভেম্বর ২০১৯ সাল । সংগৃহীত 2019-09-12​
“হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ২০১৯ ঘোষণা করা হয়েছে” । ঢাকা ট্রিবিউন। ১৩ই নভেম্বর ২০১৯ সাল। সংগৃহীত 2019-09-12​
“ডেইলি স্টার বই লেখক এবং পাঠকদের কথা বলে”। ডেইলি স্টার।২৭শে জানুয়ারী ২০২০ সাল। সংগৃহীত ১৬ই ফেব্রুয়ারী ২০২১ সাল।
পশ্চিমবঙ্গে সাহিত্য সাহিত্যন সাদাত হোসাইন. দৈনিক দেশ রূপান্তর (বাংলায়)। ১৭ই আগস্ট ২০১৯ সার। সংগৃহীত 2019-09-12​
দর্শন সাহিত্য ও যোগমায়া দেব স্মারক ১৪২৬ প্রদান অনুষ্ঠান. তাজা সমাচার (বাংলায়)। ১২ই সেপ্টেম্বর ২০১৯ সাল। সংগৃহীত 2019-09-12​
‘শুভজন’ সম্মাননা চিত্রন হাসান ইমাম. দৈনিক ভোরের কাগজ (বাংলায়)। ২২শে নভেম্বর ২০১৯ সাল। মূল থেকে 2019-11-22 তারিখে আর্কাইভ করা হয়েছে । সংগৃহীত 2019-09-12​
শুভজন পদক – ২০১৯ চিত্রন হাসান ইমাম. দৈনিক জনকণ্ঠ (বাংলায়)। ২৩শে নভেম্বর ২০১৯ সাল । সংগৃহীত 2019-09-12​
“মার্ভেল অফ টুমরো ইনফ্লুয়েন্সার্স অ্যাওয়ার্ড: সেলিব্রেটিং সৃজনশীলতা, উদ্যোগ এবং প্রভাবের শিল্প” । বিজনেস স্ট্যান্ডার্ড। ১১ই ডিসেম্বর ২০২১ সাল। ১৬ই ডিসেম্বর ২০২১ সালে সংগৃহীত ।
সামাজিক যোগাযোগের মাধ্যম ইনফ্লুয়েন্সের বর্ণাঢ্য ১৫ জন. দৈনিক প্রথম আলো (বাংলায়)। ১২ই ডিসেম্বর ২০২১ সাল। ১৬ই ডিসেম্বর ২০২১ সালে সংগৃহীত।
“সাদত হোসেন, আমিন আল রশিদ, চাণক্য বারাই আইএফআইসি ব্যাংক কালি ও কালাম ‘তোরুন কবি ও লেখোক’ পুরস্কার ২০২১ জিতেছেন” । ডেইলি স্টার। ২৭শে ফেব্রুয়ারি ২০২২ সাল। সংগৃহীত ১লা মার্চ ২০২২ সাল।
“কালী ও কালাম তরুণ কবি ও লেখক পুরস্কারের জন্য তিনজনের নামকরণ করা হয়েছে” । নতুন যুগের . ২৩শে ফেব্রুয়ারি ২০২২ সাল। সংগৃহীত ১রা মার্চ ২০২২ সাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *