যখন একাকী মন বিশেষ কাজে মগ্ন
সময় তাল মেলাতে হিমশিম খায়
সময়কে নাকি জয় করতে পারলে সাফল্য আসবেই
কিন্তু সময় যখন তাল মেলায়!!!!
এডিসন সাহেব কি ভেবেছিলেন
এতদিন তার করা শ্রম ছিল শুধুই পন্ডশ্রম
তাহলে কি বৈদ্যুতিক বাল্ব আবিস্কৃত হতো?
আর্কিমিডিস সাহেব যদি জলে না নামতেন
তাহলে কি পেতাম আমরা E=MC²
নিউটন সাহেব গাছের নীচে না গেলে কি
আমরা নিউটনের প্রথম সুত্র পেতাম?
ওনারা কি সময়কে জিতেছিলেন?
না সময়, ওনাদের কাছে নতজানু হয়েছিল,
সময় শেখায় সময় হাসায় আবার সময়ই কাঁদায়
আমরা সাধারণ, কেউই এডিসন বা আর্কিমিডিস বা নিউটন নই
তাই সময় আমাদের কাছে নতজানু হয়না
অতএব বীরভোগ্যা পৃথিবীতে বেঁচে থাকতে গেলে
সময়ের সাথেই করতে হবে আলিঙ্গন।
সময়ের মারপ্যাচে ভুগতে হবে সবাইকেই।
অপ্রতিরোধ্য শক্তি আজ সময়ের মারপ্যাচে
বিলুপ্তশ্রেনী
মহাশক্তিশালী হরিশ্চন্দ্র তাই ডোমের কাজ করে
অপ্রতিরোধ্য কর্ণের রথের চাকা মাটিতে আত্মগোপন করে।।