আজ ওখানে চলো সবাই
হচ্ছে একটা অনুষ্ঠান
রক্তদান শিবির করে
করছে সবাই রক্ত দান।
এক ফোঁটা রক্তের জন্য
মরছে কত নবীন প্রাণ।
রক্ত মাঠে হয় না চাষ
ফলে না কোনো গাছে।
একমাত্র মানুষের শরীরেই
রক্ত উৎপন্ন হয়ে থাকে।
তাই আমরা যদি হয় সচেতন
বাঁচবে আমাদের অনেক বোন
বাঁচবে কাকা ভাই ও আত্মীয়স্বজন।
ছোটো বেলায় শুনে ছিলাম
বাপ ঠাকুমা ঠাকুরদার মুখে
রক্ত নাকি আমাদের কথা বলে
ঠিকই বলতেন উনারা, তখন বুঝিনি।
ভেবে দেখুন আপনারা মনে একটুখানি
রক্তাভাবে রোগী ,বেডে থাকে শুয়ে
কথা বলার শক্তিটুকু থাকে না তার মুখে
কিন্তু দেখো সমাজের জনগণ
রক্ত পেলেই সেই মানুষটাই
কথা বলে ঠিক আগের মতন।
এখন তাহলে হলো তো প্রমাণ
রক্ত কথা বলে উনাদের কথা মতন।
সমাজ আমাদের করেছে ভিন্ন
হিন্দু মুসলমান খ্রিস্টান শিখ জৈন্য
কিন্তু রক্ত সবার এক ও অভিন্ন।
এই কথাটা শুধু রাখতে হবে মনে
আমাদের সবার বেঁচে থাকার জন্যে।
তাইতো আমি করজোড়ে
আপনাদের মিনতি জানাই
পথ চলতে শরীরের এক ফোঁটা রক্ত
অন্যের জন্য দান করে জান।
যাতে আপনার ঐ রক্ত পেয়ে
বেঁচে ওঠে আমাদের মা ভায়ের প্রাণ।
এখানে নেইকো কোনো ধনী গরীব
নেইকো নেতা মন্ত্রী,আমরা মানুষ।
আর আমরা আছি মানুষের জন্য।
এটাই যেন হয় জীবনের মূল মন্ত্র।।