Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আমাদের মেইল করুন - banglasahitya10@gmail.com or, contact@banglasahitya.net অথবা সরাসরি আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » শিবের (মহাদেবের) অষ্টোত্তর শতনাম

শিবের (মহাদেবের) অষ্টোত্তর শতনাম

কর্পূরগৌরং করুণাবতারং সংসারসারং ভুজগেন্দ্রহারম্ ।
সদা বসন্তং হৃদয়ারবিন্দে ভবং ভবানীসহিতং নমামি ॥

ওঁ অস্য শ্রীশিবাষ্টোত্তরশতনামস্তোত্রমন্ত্রস্য নারায়ণঋষিঃ ।
অনুষ্টুপ্ছন্দঃ । শ্রীসদাশিবো দেবতা । গৌরী উমা শক্তিঃ ।
শ্রীসাম্বসদাশিবপ্রীত্যর্থে জপে বিনিয়োগঃ ॥

অনাদির আদি নাম রাখিল বিধাতা ।১
মহাবিষ্ণু নাম রাখে দেবের দেবতা ।।২
জগদগুরু নাম রাখিল মুরারি ।৩
দেবগণ নাম রাখে ত্রিপুরারি ।।৪
মহাদেব বলি নাম রাখে শচীদেবী ।৫
গঙ্গাধর বলি নাম রাখিল জাহ্নবী ।।৬
ভাগীরথী নাম রাখে দেব শূলপানি ।৭
ভোলানাথ বলি নাম রাখিল শিবানী ।।৮
জলেশ্বর নাম রাখে বরুণ ।৯
রাজ রাজেশ্বর নাম রাখে রুদ্রগণ ।।১০

নন্দী রাখিল নাম দেবকৃপাসিন্ধু ।১১
ভৃঙ্গী তোমার নাম রাখে দেব দীনবন্ধু ।।১২
তিনটি নয়ন বলি নাম ত্রিলোচন ।১৩
পঞ্চমুখ বলি রাখে নাম পঞ্চানন ।।১৪
রজত বরণ বলি নাম গিরিবর ।১৫
নীলকণ্ঠ নাম রাখে পরাশর ।।১৬
যক্ষরাজ নাম রাখে জগতের পতি ।১৭
বৃষভবাহন বলি নাম রাখে পশুপতি ।।১৮
সূর্য্য দেব নাম রাখে দেব বিশ্বেশ্বর ।১৯
চন্দ্রলোকে রাখে নাম শশাংকশেখর ।।২০

মঙ্গল রাখিল নাম সর্বসিদ্ধিদাতা ।২১
বুধগণ নাম রাখে সর্বজীবত্রাতা ।।২২
বৃহষ্পতি নাম রাখে পতিতপাবণ ।২৩
শুক্রাচার্য্য নাম রাখে ভক্ত প্রাণধন ।।২৪
শনৈশ্বর নাম রাখে দয়ার আধার ।২৫
রাহুকেতু নাম রাখে সর্ববিধুহরি ।।২৬
মৃত্যুঞ্জয় নাম তোমার মৃত্যুকে জয় করে ।২৭
ব্রক্ষলোকে নাম তোমার রাখে জটাধারী ।।২৮
কাশীতীর্থ ধামে নাম তোমার বিশ্বনাথ ।২৯
বদ্রীকাননে নাম হয় কেদারনাথ ।।৩০

শমন রাখিল নাম সত্য সনাতন ।৩১
ইন্দ্রদেব নাম রাখে বিপদতারণ ।।৩২
পবন রাখিল নাম মহা তেজোময় ।৩৩
ভৃগুমণি নাম রাখে বাসনা বিজয় ।।৩৪
ঈশান আমার নাম রাখে জ্যোতিগণ ।৩৫
ভক্তগণ নাম রাখে বিঘ্ন বিনাশন ।।৩৬
মহেশ বলিয়া নাম রাখে দশানন ।৩৭
বিরূপাক্ষ বলি নাম রাখে বিভীষণ ।।৩৮
শম্ভুনাথ বলি নাম রাখেন ব্যাসদেব ।৩৯
বাঞ্ছাপূর্ণকারী নাম রাখে শুকদেব ।।৪০

জয়াবতী নাম রাখে দেব বিশ্বপতি ।৪১
বিজয়া রাখিল নাম অনাথের পতি।।৪২
তালবেতাল নাম রাখে সর্ববিঘ্নহর ।৪৩
মাকর্ণ্ড রাখিল নাম মহা যোগেশ্বর ।।৪৪
শ্রীকৃষ্ণ রাখিল নাম ভুবনঈশ্বর ।৪৫
ধ্রুবলোকে নাম রাখে ব্রহ্মপরাৎপর ।।৪৬
প্রহ্লাদ রাখিল নাম নিখিলতারণ ।৪৭
চিতাভষ্ম মাখি গায় বিভুতিভূষণ ।।৪৮
সদাশিব নাম রাখে যমুনা পুণ্যবতী ।৪৯
আশুতোষ নাম রাখে দেব সেনাপতি ।।৫০

বাণেশ্বর নাম রাখে সনৎকুমার ।৫১
রাঢ়দেশবাসী নাম রাখে তারকেশ্বর ।।৫২
ব্যাধিবিনাশন হেতু নাম বৈদ্যনাথ ।৫৩
দীনের শরণ নাম রাখিল নারদ ।।৫৪

বীরভদ্র নাম তোমার রাখে হলধর ।৫৫
গন্ধর্ব্ব রাখিল নাম গন্ধর্ব্ব ঈশ্বর ।।৫৬
অজিরা রাখিল নাম পাপতাশহারী ।৫৭
দর্পচূর্ণকারী নাম রাখিল কাবেরী ।।৫৮
ব্যাঘ্রার্ণ পরিধান নাম বাঘাম্বর ।৫৯
বিষ্ণুলোকে রাখে নাম দেব দিগম্বর ।।৬০

কৃত্তিবাস নাম রাখে দেবী ক্যাত্যায়নী ।৬১
ভূতনাথ নাম রাখে ঋষ্যশৃঙ্গ মুণি ।।৬২
সদানন্দ নাম রাখে দেব জনার্দন ।৬৩
আনন্দময় নাম রাখে শ্রীমধুসূদন ।।৬৪
রতিপতি নাম রাখে মদন-দহন ।৬৫
দক্ষরাজ নাম রাখে যজ্ঞ বিনাশন ।।৬৬
জগদগ্নি নাম তোমার রাখিল গঙ্গেশ ।৬৭
বশিষ্ঠ আমার নাম রাখে গুড়াকেশ ।।৬৮
পৌলস্ত রাখিল নাম ভবভয়হারী ।৬৯
গৌতম রাখিল নাম জনমনে হারী ।।৭০

ভৈরবেতে নাম রাখে শ্মশান ঈশ্বর ।৭১
বটুক ভৈরব নাম রাখে ঘন্টেশ্বর ।।৭২
মর্তলোকে নাম রাখে সর্বপাপহর ।৭৩
জরৎকারু তোমার নাম রাখে যোগেশ্বর ।।৭৪
কুরুক্ষেত্রে রণস্থলে পামবরদ্বারী ।৭৫
ঋষীগণ নাম রাখে মুণি মনোহারী ।।৭৬
ফণিভূষণ নাম তোমার রাখিল বাসুকী ।৭৭
ত্রিপুরে বধিয়া নাম হইল ধানুকী ।।৭৮
উদ্দীলক নাম রাখে বিশ্বরূপ তোমার ।৭৯
অগস্ত্য আমার নাম রাখিল শংকর ।।৮০

দক্ষিণ দেশেতে নাম হয় বালেশ্বর ।৮১
সেতু বন্ধে নাম তোমার হয় রামেশ্বর ।।৮২
হস্তিনা নগরে নাম দেব যোগেশ্বর ।৮৩
ভরত রাখল নাম উমা মহেশ্বর ।।৮৪
জলস্বর নাম রাখে করুণা সাগর ।৮৫
মম ভক্তগণ বলে সংসারের সার ।।৮৬
ভদ্রেশ্বর নাম তোমার রাখে বামদেব ।৮৭
চাঁদ সদাগর রাখে নাম হয়গ্রীব ।।৮৮
জৈমিনি রাখিল নাম তোমার ত্র্যম্বকেশ ।৮৯
ধন্বন্তরি তোমার নাম রাখিল উমেশ ।।৯০

দিকপাল গণে নাম রাখিল গিরীশ ।৯১
দশদিক পতি নাম রাখে ব্যোমকেশ ।।৯২
দীননাথ নাম তোমার কশ্যপ রাখিল ।৯৩
বৈকুণ্ঠের পতি নাম নকুল রাখিল ।।৯৪
কালীঘাটে সিদ্ধপাটে নকুল ঈশ্বর ।৯৫
পুরীতীর্থ ধামে নাম ভুবন ঈশ্বর ।।৯৬
গোকুলেতে নাম তোমার হয় শৈলেশ্বর ।৯৭
মহাযোগী নাম তোমার রাখে বিশ্বম্ভর ।।৯৮
কৃপানিধি নাম রাখে রাধাবিনোদিনী ।৯৯
ওঁকার আমার নাম রাখে সান্দীপানি ।।১০০

ভক্তের জীবন নাম রাখেন শ্রীরাম ।১০১
শ্বেত ভুধর নাম রাখেন ঘনশ্যাম ।।১০২
বাঞ্ছাকল্পতরু নাম রাখে বসুগণ ।১০৩
মহালক্ষী রাখে নাম অশিব নাশন ।।১০৪
অল্পেতে সন্তোষ বলি নাম যে সন্তোষ ।১০৫
গঙ্গজল বিল্বদলে হই পরিতোষ ।।১০৬
ভাঙ্গরভোলা নাম বলি ডাকে ভক্তগণ ।১০৭
বুড়োশিব বলি খ্যাত এই ত্রিভুবন ।।১০৮

॥ শ্রীশিবাষ্টোত্তরশতনামাবলিঃ ॥

কর্পূরগৌরং করুণাবতারং সংসারসারং ভুজগেন্দ্রহারম্ ।
সদা বসন্তং হৃদয়ারবিন্দে ভবং ভবানীসহিতং নমামি ॥

ওঁ অস্য শ্রীশিবাষ্টোত্তরশতনামস্তোত্রমন্ত্রস্য নারায়ণঋষিঃ ।
অনুষ্টুপ্ছন্দঃ । শ্রীসদাশিবো দেবতা । গৌরী উমা শক্তিঃ ।
শ্রীসাম্বসদাশিবপ্রীত্যর্থে জপে বিনিয়োগঃ ॥

অথ ধ্যানম্ ।
শান্তাকারং শিখরিশয়নং নীলকণ্ঠং সুরেশং
বিশ্বধারং স্ফটিকসদৃশং শুভ্রবর্ণং শুভাঙ্গম্ ।
গৌরীকান্তং ত্রিতয়নয়নং য়োগিভির্ধ্যানগম্যং
বন্দে শম্ভুং ভবভয়হরং সর্বলোকৈকনাথম্ ॥

ওঁ শিবায় নমঃ ।
ওঁ মহেশ্বরায় নমঃ ।
ওঁ শম্ভবে নমঃ ।
ওঁ পিনাকিনে নমঃ ।
ওঁ শশিশেখরায় নমঃ ।
ওঁ বামদেবায় নমঃ ।
ওঁ বিরূপাক্ষায় নমঃ ।
ওঁ কপর্দিনে নমঃ ।
ওঁ নীললোহিতায় নমঃ ।
ওঁ শঙ্করায় নমঃ । ১০ ।

ওঁ শূলপাণিনে নমঃ ।
ওঁ খট্বাঙ্গিনে নমঃ ।
ওঁ বিষ্ণুবল্লভায় নমঃ ।
ওঁ শিপিবিষ্টায় নমঃ ।
ওঁ অম্বিকানাথায় নমঃ ।
ওঁ শ্রীকণ্ঠায় নমঃ ।
ওঁ ভক্তবত্সলায় নমঃ ।
ওঁ ভবায় নমঃ ।
ওঁ শর্বায় নমঃ ।
ওঁ ত্রিলোকেশায় নমঃ । ২০ ।

ওঁ শিতিকণ্ঠায় নমঃ ।
ওঁ শিবাপ্রিয়ায় নমঃ ।
ওঁ উগ্রায় নমঃ ।
ওঁ কপালিনে নমঃ ।
ওঁ কামারয়ে নমঃ ।
ওঁ অন্ধকাসুরসূদনায় নমঃ ।
ওঁ গঙ্গাধরায় নমঃ ।
ওঁ ললাটাক্ষায় নমঃ ।
ওঁ কলিকালায় নমঃ ।
ওঁ কৃপানিধয়ে নমঃ । ৩০ ।

ওঁ ভীমায় নমঃ ।
ওঁ পরশুহস্তায় নমঃ ।
ওঁ মৃগপাণয়ে নমঃ ।
ওঁ জটাধরায় নমঃ ।
ওঁ কৈলাসবাসিনে নমঃ ।
ওঁ কবচিনে নমঃ ।
ওঁ কঠোরায় নমঃ ।
ওঁ ত্রিপুরান্তকায় নমঃ ।
ওঁ বৃষাঙ্গায় নমঃ ।
ওঁ বৃষভারূঢায় নমঃ । ৪০ ।

ওঁ ভস্মোদ্ধূলিতবিগ্রহায় নমঃ ।
ওঁ সামপ্রিয়ায় নমঃ ।
ওঁ স্বরময়ায় নমঃ ।
ওঁ ত্রয়ীমূর্তয়ে নমঃ ।
ওঁ অনীশ্বরায় নমঃ ।
ওঁ সর্বজ্ঞায় নমঃ ।
ওঁ পরমাত্মনে নমঃ ।
ওঁ সোমসূর্যাগ্নিলোচনায় নমঃ ।
ওঁ হবিষে নমঃ ।
ওঁ য়জ্ঞময়ায় নমঃ । ৫০ ।

ওঁ সোমায় নমঃ ।
ওঁ পঞ্চবক্ত্রায় নমঃ ।
ওঁ সদাশিবায় নমঃ ।
ওঁ বিশ্বেশ্বরায় নমঃ ।

ওঁ বীরভদ্রায় নমঃ ।
ওঁ গণনাথায় নমঃ ।
ওঁ প্রজাপতয়ে নমঃ ।
ওঁ হিরণ্যরেতসে নমঃ ।
ওঁ দুর্ধর্ষায় নমঃ ।
ওঁ গিরিশায় নমঃ । ৬০ ।

ওঁ অনঘায় নমঃ ।
ওঁ ভুজঙ্গভূষণায় নমঃ ।
ওঁ ভর্গায় নমঃ ।
ওঁ গিরিধন্বনে নমঃ ।
ওঁ গিরিপ্রিয়ায় নমঃ ।
ওঁ কৃত্তিবাসসে নমঃ ।
ওঁ পুরারাতয়ে নমঃ ।
ওঁ ভগবতে নমঃ ।
ওঁ প্রমথাধিপায় নমঃ ।
ওঁ মৃত্যুঞ্জয়ায় নমঃ । ৭০ ।

ওঁ সূক্ষ্মতনবে নমঃ ।
ওঁ জগদ্ব্যাপিনে নমঃ ।
ওঁ জগদ্গুরুবে নমঃ ।
ওঁ ব্যোমকেশায় নমঃ ।
ওঁ মহাসেনজনকায় নমঃ ।
ওঁ চারুবিক্রমায় নমঃ ।
ওঁ রুদ্রায় নমঃ ।
ওঁ ভূতপতয়ে নমঃ ।
ওঁ স্থাণবে নমঃ ।
ওঁ অহির্বুধ্ন্যায় নমঃ । ৮০ ।

ওঁ দিগম্বরায় নমঃ ।
ওঁ অষ্টমূর্তয়ে নমঃ ।
ওঁ অনেকাত্মনে নমঃ ।
ওঁ সাত্ত্বিকায় নমঃ ।
ওঁ শুদ্ধবিগ্রহায় নমঃ ।
ওঁ শাশ্বতায় নমঃ ।
ওঁ খণ্ডপরশবে নমঃ ।
ওঁ রজসে নমঃ ।
ওঁ পাশবিমোচনায় নমঃ ।
ওঁ মৃডায় নমঃ । ৯০ ।

ওঁ পশুপতয়ে নমঃ ।
ওঁ দেবায় নমঃ ।
ওঁ মহাদেবায় নমঃ ।
ওঁ অব্যয়ায় নমঃ ।
ওঁ হরয়ে নমঃ ।
ওঁ ভগনেত্রভিদে নমঃ ।
ওঁ অব্যক্তায় নমঃ ।
ওঁ দক্ষাধ্বরহরায় নমঃ ।
ওঁ হরায় নমঃ ।
ওঁ পূষাদন্তভিদে নমঃ । ১০০ ।

ওঁ অব্যগ্রায় নমঃ ।
ওঁ সহস্রাক্ষায় নমঃ ।
ওঁ সহস্রপদে নমঃ ।
ওঁ অপবর্গপ্রদায় নমঃ ।
ওঁ অনন্তায় নমঃ ।
ওঁ তারকায় নমঃ ।
ওঁ পরমেশ্বরায় নমঃ ।
ওঁ ত্রিলোচনায় নমঃ । ১০৮ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *