অর্থ চিনিয়েছে পৃথিবীটা কার
অধুনা যুদ্ধ চিনিয়েছে কামান!
মানুষ চিনিয়েছে পাশবিকতা
দাদা হিংসাটা একটু কমান।
দেশ চিনিয়েছে সীমানা কার
পতাকা চিনিয়েছে কে ক্ষমতাবান,
বিদেশ চিনিয়েছে পরাধীনতা
দাদা হিংসাটা একটু কমান।
ধর্ষণ চিনিয়েছে নারীর মূল্য
সমাজ চিনিয়েছে নারীও সমান,
পুরুষ চিনিয়েছে নারী খাদক
দাদা হিংসাটা একটু কমান।
ধর্ম চিনিয়েছে মানুষে বিভেদ
ক্ষমতা চিনিয়েছে ব্যক্তি মহান!
জাতি চিনিয়েছে বজ্জাতি যত
দাদা হিংসাটা একটু কমান।
বারুদ চিনিয়েছে হাতের থাবা
যুদ্ধবিমান চিনিয়েছে আসমান!
বিজ্ঞান চিনিয়েছে পরমাণু বোমা
দাদা হিংসাটা একটু কমান।
শিক্ষা চিনিয়েছে বেকারত্ব
অজ্ঞ চিনিয়েছে নীতির বিধান!
শিশু চিনিয়েছে শিশু শ্রমিক
দাদা হিংসাটা একটু কমান।
নীতি চিনিয়েছে আজ ভ্রষ্টতা
বিবেক চিনিয়েছে মৃত শিশুর প্রাণ!
মুখ চিনিয়েছে সবাই নীরব
দাদা হিংসাটা একটু কমান।
বিশ্ব চিনিয়েছে আজ বিশ্বায়ন
আধুনিকতা চিনিয়েছে প্রাণের বলিদান!
একবিংশ চিনিয়েছে শোষণ, শাসন
দাদা হিংসাটা একটু কমান।
অতীত চিনিয়েছে মঙ্গলকাব্য
বর্তমান চেনায় পৃথিবীর মুখ ম্লান!
ভবিষ্যৎ চেনাবে শূন্য পৃথিবী
দাদা হিংসাটা একটু কমান।