প্রকাশ রায়
লেখক পরিচিতি
—————————
নাম : প্রকাশ রায়
জন্ম 1983 সালে ময়ূরাক্ষী নদীর গা-ঘেঁষে থাকা সিউরি শহরে। বীরভূম জেলা স্কুল থেকে বিদ্যালয় শিক্ষার পর উচ্চতর শিক্ষালাভ অজয় নদী ও কোপাই নদীর মধ্যবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নের বিশ্বভারতী শান্তিনিকেতনে। বর্তমানে দামোদর নদীর উর্বর ভূমিরূপে অবস্থিত শ্যামসুন্দর কলেজের ভূগোল বিভাগে অধ্যাপনারত। একাকিত্বের আবহে ফটোগ্রাফি, ছবি আঁকা, রবীন্দ্রসংগীত শোনা , কবিতা লেখায় নিজের মতন ভালো থাকেন । কবিতার বই আপাতত দু’টি। 2022 সালে ‘সন্তাপ ও সমর্পণ’ বইটি প্রকাশিত হয় বার্নিক প্রকাশন থেকে। বিশ্বাস করেন কবিতায় ভালো থাকার পথ্য আছে ।

লেখকের সৃষ্টি