পৃথিবীতে বলো কে কার!
জীবনে একজন তুই থাক,
যে হবে একান্তই আমার।
যাকে সবকিছু বলি অনায়াসে,
হাসি-কান্নার জীবন যাপনে।
তুই পাশে থাকলে,
সবকিছু নতুন লাগে,
দূরে থেকেও ছুঁয়ে থাকি,
চোখের আড়ালে।
আমার একটা তুই চাই,
যে আমার দুনয়নে স্বপ্ন এঁকে যায়।
পৃথিবীতে বলো কে কার!
জীবনে একজন তুই থাক,
যে হবে একান্তই আমার।
যাকে সবকিছু বলি অনায়াসে,
হাসি-কান্নার জীবন যাপনে।
তুই পাশে থাকলে,
সবকিছু নতুন লাগে,
দূরে থেকেও ছুঁয়ে থাকি,
চোখের আড়ালে।
আমার একটা তুই চাই,
যে আমার দুনয়নে স্বপ্ন এঁকে যায়।