তিরিশ বছর আগে ফেলে আসা
বসত বাড়ি,ধান খেত,মেঠো পথ,
তারপর সারিবদ্ধ শাল সেগুন
পেরিয়ে হাইওয়ের ধারের
সেই পুরনো টেলিফোন পোলের কাছে
মনে হয় আজও কান পাতি –
নিশ্চিন্তপুরের অপু-দুর্গা সেদিন
কান পেতে ভোঁ ভোঁ শব্দের ভেতর
কী খুঁজে পেয়েছিল জানা নেই ,
তবু আমি আজও কান পেতে
সেই শব্দের ভেতর খুঁজতে চাই
হারিয়ে যাওয়া সেই গল্পগুলো
সেই আম জাম কাঁঠালের সারি,
বাঁশঝাড় সারি সারি নারকেল ,
ভুতুড়ে ছায়া নিম তেঁতুলের বনে
যেখানে রাত্রি দ্বিপ্রহরে জেগে থাকে
হলুদ মায়াবী চাঁদ ,
আর জোছনা ঢ’লে পড়ে
রুপোলি নদীর বুকে।
মেঠো পথ , বন ফুলের গন্ধ
জেগে থাকে গোপনে…
হারিয়ে যাওয়া সেই শৈশব
গোল্লাছুট ,ডাংগুলি আর খুঁজতে চাই
বনকলমি ভেষজ লতায় জড়ানো
মায়ের হারানো আঁচল
আর সেই গল্পগুলো !