যে আমাকে ভালোবাসে উপেক্ষা করেছি সদা তাকে,
আমি যাকে ভালোবাসি তাকেই তো সদা চাই কাছে —
আমাকে যে ভালোবাসে, ভুল করে তাকে দূরে রেখেছি সদাই,
সে আমার পরাজয় যুগে যুগে জেনেছি যে তাই।
ভালোবাসা যদি সত্য হয়, হোক না সে যত পরাজয়,
বুঝেছি সে এতোদিনে চির শ্বাশত প্রেম কভু মিথ্যা নয়।
তুমি ডেকেছিলে কবে যেতে যেতে একলা পথে
শ্রাবণী সন্ধ্যায় কি বসন্তের প্রাতে সে আমার মনে নাই,
আজও তাই মহাপ্রস্থান পথে একাকী পদব্রজে যেতে পিছু ফিরে চাই।
তুমি যদি সত্য নাই হলে কি বিশ্বাসে বলো পথ চলা
সব ভুলে একাকী এ পথে চলে, খুঁজে ফিরি হারানো হিয়াই।
আলো আর আঁধারের সব খেলা শেষ হয়ে গেলে–
তোমার আলোর রথ জানি তুমি নিয়ে গেছ চলে
পৃথিবীর অন্য প্রান্তে, জ্বালাবে আলোর রোশনাই।
হে বন্ধু হে চিরসখা মোর, হে পরম আত্মীয় আত্মার
ঘুচে যাক অনিত্যের মিথ্যে মায়াভার–
ঘুচে যাক সকল বাঁধন, জ্ঞানচক্ষু উন্মীলিত হোক সবাকার,
উদ্ভাসিত হোক নব নব তিথিডোর —
তোমার আলোর পথে চিনে নেব দিনে রাতে
যদি তুমি থাকো সাথে অধমের এ জীবন ভোর।
উপেক্ষা করেছি যারে জীবনের সে চিরসখারে
চিনতে পারিনি তবু, না চেনার ভানে কভু
কাটিয়ে দিয়েছি কত বিভীষিকা অমানিশা ঘোর।
এতো দিনে বুঝেছি সে, যে আমায় কাছে ডাকে,
সে আমার বহু জনমের প্রিয় সাথী চিরসখা মোর,
সে আমার জীবনের ইহকাল পরকাল প্রাণময় সে সুধাসাগর।
জীবনের সন্ধ্যাকালে সেই যদি দেখা দিলে
ডাকো হে দু হাত তুলে, হে জীবন প্রভু মোর, খোলো বাহুডোর।