পোড়া সিগারেটের ডগায় ঝোলা ছাইয়ের
মতন জীবন ।
অনিত্য সংসারে অপূর্ণতার আঁচ ।
চিল কাক এড়িয়ে চলে বাড়ির ছাদ ।
সন্দেহের বাতাবরণে গড়ে ওঠে মুখোশের বাজার।
সত্য অসত্যের মাঝে হেসে ফেরে অলীক কল্পনা।
সেইখানেই আসে ভরা বর্ষার নদী ।
বন্যার ভ্রুকুটি নয়, উদ্বেলতা।
বাৎস্যায়ন তখন প্রকট ।
সকালের সূর্য তাপে সে শিশির উধাও।
ছিদ্রান্বেষীর সহানুভূতির তরঙ্গে হয় অবগাহন।
স্বপ্নের জাল বোনা। ট্যারান্টুলার স্বচ্ছন্দ প্রবেশ।
ফের শুরু …… ।
সময়ের সাথে কম্প্রোমাইজ, এটাই দস্তুর।
ক্ষমতার সীমাবদ্ধতার সীমা জানতে হয়।
হয়ত এর নাম সংসার।