আজও আমাদের পছন্দ আলাদা।
একই স্টলে একজনের হাতে মাটির ভাঁড়ে চা,
আরেকজনের প্লাস্টিক-কাপে কফি খাওয়ার ইচ্ছা।
আলাদা স্বাদ, আলাদা গন্ধ, আলাদা বাষ্পের ভাষা
তবু আলাদা আলাদা বাস্পগুলোর অবাধ মেলামেশা!
আজও আমাদের ইচ্ছেগুলো আলাদা।
একজন গোনে রঙিন বিকেলে ফিরতি পাখির ডানা,
আরেকজন ডাকে মেঘ-বৃষ্টি না শুনে চাঁদের মানা।
আলাদা রং, উষ্ণ-আদ্রতা, আলাদা মরশুমে
তবু আলাদা আলাদা অনুভূতিগুলো এক আকাশেই জমে!
আজও আমাদের রাস্তাগুলো আলাদা।
একজন চায় সোনালী আলোতে একসাথে দু-পা হাঁটতে,
আরেকজন চায় গভীর রাতের অন্ধকারে বসতে।
সময় আলাদা, উজ্জ্বলতা, আলাদা নির্জনতা
তবু আলাদা আলাদা চাওয়ার দ্বন্দ্বে মাঝরাতে নামে সন্ধ্যা!
আজও আমাদের ভোলার ধরন আলাদা।
একজন চায় অনেক গভীরে লুকিয়ে রাখতে কথা,
আরেকজন চায় ছিঁড়ে ফেলতে খসড়া খাতার পাতা।
আলাদা শহর, আলাদা চোখ, আলাদা গভীরতা
তবু ঘুমের ঘোরে একই স্বপ্ন, ভাঙার কারণ আলাদা!
আজও আমাদের গন্তব্য আলাদা।
একজন ভাবে নতুন করে আরেক অধ্যায় লিখতে,
আরেকজন যায় লাইব্রেরিতে পুরোনো লেখা পড়তে।
আলাদা প্রচ্ছদ, আলাদা গল্প, আলাদা রচনাকার
তবু শেষ পাতায় দুজনেরই একই উপসংহার!
