Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আমাদের মেইল করুন - banglasahitya10@gmail.com or, contact@banglasahitya.net অথবা সরাসরি আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » অসাধারণ হলে ক্ষতি কি? || Pradip Acharyya

অসাধারণ হলে ক্ষতি কি? || Pradip Acharyya

না আমি অসাধারণ কিছু ন‌ই;
গড়পড়তা আর পাঁচজন সাধারণের মতোই !
খেটে খাওয়া মানুষ; উদয়াস্ত পরিশ্রম করে
নিজের পরিবার পরিজনের মুখে দুবেলা খাদ্য তুলে দেই;
পরিধানের বস্ত্র আর প্রয়োজনীয় চিকিৎসার জন্য হিমসিম খেতে হয়!

সরকারী কর্মসংস্থানের দায় কার ? জানতে পারার আগেই বয়স পেরিয়ে গেছে;
মাঝে মাঝে নেতারা আসে উন্নয়নের গল্প শোনায়!
একটু আধটু দান খয়রাতিও করে;
তবে ভাগ বাঁটোয়ারাতে বিস্তর ঘাপলা আছে •••
বিভিন্ন স্কিম আছে লেনদেনে;
হিমশৈলের চূড়ায় যা দু একটি দেখা যায়!
স্কিম এক ফ্যালো কড়ি মাখো তেল ;
স্কিম দুই যদি বন্ধু হও তবে মজার খেল!
স্কিম তিন গলায় গলায় চৌথা আদায় ;
স্কিম চার উড়ো খ‌ই গোবিন্দায়।

এসব অবশ্য লঘু ব্যবস্থাপনা;
নিজেদের ভেতর সমঝোতার রকমফের মাত্র!
এর বাইরে শাসন আর শোষণের মাত্রা ক্রমশ উর্দ্ধোমুখী;
নিরাপত্তার বলয় যেমন জেডপ্লাস ছাড়িয়ে যায়;
তেমনি শোষণযন্ত্র হয়ে ওঠে দূরতিক্রম্য।
মাঝে মাঝে রাতের পাখিরা জেগে ওঠে দিনের আলোয়;
আলোর ঝলকানিতে চোখ বন্ধ করে
এ ডাল থেকে সে ডাল বদলে নিলেও;
রাতে আবার ফেরে নিজের চেনা পাড়ায়।

দু একজন অবশ্য ভিন্ন পথের যাত্রী;
পুরনো ভাবধারায় বিশ্বাসী!
সত্যিকে সত্যি আর মিথ্যাকে মিথ্যা বলতে উসখুস করে;
শিরদাঁড়া সোজা রেখে চলতে চাইলেও•••
রিরুদ্ধ চাপ ঘনীভূত হয়।
আর্কিমিডিস কে খুন করেছিল শাসকেরা ;
পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে বলার জন্য!
কোপারনিকাসকে পুড়িয়ে মেরেছিল ;
ব্রুনোকে সাত বছর কারাদণ্ড দিয়ে
তারপর হত্যা করা হয়েছিল;
গ্যালিলেওকে ক্ষমা চাইতে হয়েছিল চার্চের সামনে!
রামকৃষ্ণদেব কে পাগল বলতো;
রামমোহন রায়; বিদ্যাসাগরকে সমাজচ্যুত করা হয়েছিল।

এই সমাজের অবক্ষয়;
আর প্রতিবাদী চরিত্রগুলিকে দেখে;
আমার‌ও মাঝে মধ্যে অসাধারণ হয়ে উঠতে ইচ্ছে করে!
উজান পথে সাথী মিলবে না জানি;
তবে অপেক্ষায় আছি …
প্রতিরোধ গড়ে উঠবে ঠিকই একদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *