মোবাইলের ক্রন্দন, ক্রীং ক্রীং!
হাতে তুলে স্ক্রীনে নাম, কল রিসিভ
“এই জানিস আজ বিশ্ব কবিতা দিবস
লিখবি আমাকে নিয়ে একটা কবিতা
যেখানে থাকবে শুধুই আমার কথা।”
“হ্যা লিখতে পারি ;
যদি তুই আমার প্রাণের দোসর হোস।”
“সেই কবে থেকেই তো আছি, তোর প্রাণের দোসর হয়ে।”
অকপট স্বীকারোক্তি শুনে স্তম্ভিতপ্রায়-
কবিতা এলো হুড়মুড়িয়ে :
কলম যেন কথা বলে;
থাক না যতই মিথ্যার আশ্রয়!
তবুও পেয়েছে কবিতা চলার পথ প্রায়।
সম্পর্ক আজ হয়েছে ঠুনকো;
ডিজিটাল আলোড়ন!!
সেখানেই আটকে আমরা সবাই
ছাড়াবার কি আছে কোন প্রয়োজন?
হোক না সম্পর্ক মোবাইল ফোনে
তবুও তো পরিচয়,
বন্ধুসংখ্যাই মাপা হয় আজকের দুনিয়ায়।
কবিতা যখন চলেই এলো,
কলম তখন কথা বললো;
একটি খাতা ভর্তি করে হিজিবিজি কলম চললো।
লেখা শেষে পড়তে গিয়ে বিষম খেলাম গলায়
লিখতে চেয়ে একটা কবিতা , লিখেছি যে
হেলেন অফ ট্রয়।।