আজকে কোথায় হারিয়ে গেছে
অমলের দইয়ালা,
হারিয়ে গেল আজকে কোথায়
মিনির কাব্-লিয়ালা।
হারিয়ে যায় ময়না টিয়ে
শালিক-চড়াই ঝাঁক,
শুনিনে আর খালে- বিলে
ডা-হুক পাখির ডাক!
গ্রীষ্মকালে ভর দুপুরে
কোথায় ডাকে কুবো,
জানিনা তো বকের পাখায়
সূর্যি কোথায় ডুবো।
জোনাকি আর দেয় না আলো
ঝোপঝাড়ের ফাঁকে,
শীতের কালে হয় না যে ভোর
হরেক পাখির ডাকে।
আজকে কোথায় যায় হারিয়ে
সবুজ সুন্দরবন,
হারিয়ে যায় আজকে কোথায়
সবুজ সতেজ মন।
কোথায় সেই কীর্তন-বাউল
প্রাণ মাতানো সুর,
মগ্ন যে আজ টিভির পাশে
সিরিয়ালে চুর।