হায় রে মানুষ রঙের ফানুস
সাজছো কেনো সঙ!
এই না ভবের রঙ্গশালায়
দেখছি কতোই ঢঙ।
সঙ সেজে কেউ রঙ্গ ভরে
সাজছে দেখো ভূত,
কেউ বা আবার ভালো কাজে
বাপের যুগ্যি পুত।
দীন দুনিয়ার মালিক যিনি
তাঁর কৃপাতে বাস,
মিছের কলুষ পাকে পড়ে
ডাকছো নিজের নাশ।
জ্ঞানীর বাণী যদি মানি
এতো মিথ্যে নয়,
মন্দ কথা মন্দ কাজে
প্রভু রুষ্ট হয়!
চিত্ত ভূমি জাগাও তুমি
নিয়ে সত্যের জ্ঞান,
ধরার মাঝে কল্যাণ কাজে
রাখো প্রভুর মান।