বন্ধু বলেই যদি ডাকবে আমাকে কোনো দিন,
হাত খানি বাড়িয়ে দিও, বুকে তুমি জড়িও সেদিন।
যদি ঝড় নেমে আসে ভুবনে, থেমে যায় জীবনের গান
ছেঁড়া তারে বাজিও সে বীণ, প্রাণ ভরে নিও মোর নাম।
তোমার পরশে যেন জাগে থেমে যাওয়া পুরাতনী গান,
মেঘমল্লার, সুরের বাহার, বৃষ্টিতে সৃষ্টির গান।
ভিজে যাওয়া দিন, যতো কিছু জীবনের ঋণ,
মাটির মায়ায়, গান হয়ে যায়, রিমঝিম ঝিম সারাদিন।
জেনো আমি ভিজবো সেদিন, প্রাণভরে গাইব যে গান,
তোমার ওই মৃদু ভাসে, নির্মল চারু হাসে
এ দীনতা যাবে ভেসে বৃষ্টিতে ভিজে খুশী প্রাণ ।
কপোতীর প্রেমভাষে জড়াবো গো বাহুপাশে
হাতে হাত, মুখে মুখ,ভুলে যাওয়া দুখ সুখ
বন্ধু রাখোনা পেতে কান,
দুজনেই গাইবো সে গান।
সৃষ্টির আদিতে যেদিন, প্রাণে মোর বেজেছিল বীণ
সুকোমল পরশে তোমার ঝড় থেমে গেছে সেইদিন।
প্রাণে ঝড় থামল যেদিন, দুখ রাতি হল অবসান,
প্রভাত কিরণে ভেসে গিয়ে দুজনেই গেয়েছিনু গান।
হাত খানি বাড়িও সখা,গাইব যে জীবনেরই গান।
রিমঝিম ঝিম শ্রাবণ বেলায় গাইব সে সৃষ্টির গান।।