হয়তো সেদিন সময় পাবো না
তুলে নেবে কেউ এক ঝটকায়
কাল বোশেখির ঝড় বয়ে যাবে
পর্ণমোচির হলুদ পাতায়।
তুমিও সেদিন থাকবে না পাশে
আগলে নেবে না আঁচল দিয়ে
গতিপথে শুধু আমি একা রবো
ভবিষ্যতের ভাবনা নিয়ে।
দ্বন্দে দোলায় কাটবে সময়
ফুল নিতে গিয়ে বিঁধবে কাঁটা
হাপিত্যেশের দোলুনিতে আজ
চন্দন লেপা কপালও ফাটা।
হয়তো সেদিন মূক হয়ে যাবো
গলরন্ধ্রে থেমে যাবে কথা
যাকিছু বলার বলা হবে নাকো
বুকের গভীরে রয়ে যাবে ব্যথা।
তার চেয়ে কিছু কথা বলি আজ
মুখোমুখি বসে নদী উপকূলে
চোখে চোখ রেখে বলি সত্যিটা
শেষের সেদিনে যাই যদি ভুলে।
সকলের কাছে গোপন যে কথা
আজ খুলে বলি তোমার কাছে
বিদিশার পথে আজও আমি একা
ছন্দে বাজেনি তোমাদের মাঝে।
হয়তো সেদিন সব ভুলে গিয়ে
ছুঁয়ে দেব ওই আকাশটা
ভালোবাসা শুধু কথার কথা
পড়ে রবে প্রেমহীন এই লাশটা।