ভেবেছি কতবার!
ভাবনার সাগরে ডুব দিয়ে খুঁজে আনি মণি – মুক্ত।
অনন্য রত্ন সম্ভারে ভরিয়ে তুলি আমার ঝুলি।
কিন্তু সামান্য নুড়ি ছাড়া আর কিছুই দৃষ্টির গোচরে আসেনা!
যেদিকে তাকাই শুধু নুড়ি পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে,
আর কতটা গভীরে ডুব দিতে পারলে পাবো মণি মানিক্যের সন্ধান।
যতবারই ভাবি হয়তো এবার মাঝ সমুদ্র পর্যন্ত যেতে পারবো!
কিন্তু না, সমুদ্র তটে এসে সামান্য নোনা জলের স্পর্শ নিয়েই ফিরে আসতে হয়েছে।
শূন্য ঝুলি আর ক্ষুদ্র ক্ষুদ্র নুড়ি কণা হাতে নিয়ে বসে থাকি!
হয়তো কোনো একদিন আসবে সেই শুভক্ষণ,
একটু একটু করে ভাবনার সাগরের খুব কাছে পৌঁছে যেতে পারবো!
ডুব দিয়ে তুলি আনতে পারবো আমার কাঙ্খিত রত্ন সম্ভার ,
ভরিয়ে তুলতে পারবো আমার শূন্য ঝুলি।
হয়তো আসবে সেই দিন
হয়তো আসবে সেই দিন।