ঝুলন দোলায় রাধা দোলে
চোখের সামনে ভাসে,
পরাণ মাঝে ভালো লাগা
ঝুলবে দোলায় আশে।
দড়ির দোলনা আমবাগানে
ঝুলবে সখী দোঁহে,
হাসির ছলে কাটবে বিকেল
অপূর্ব এক মোহে।
বসবে নীতা দাঁড়ায় গীতা
দোল খাবে যে জোরে,
আকাশ পানে উঠবে ধেয়েংঔঔঔ
থাকবে দুজন ঘোরে।
কেশের গোছা বন্ধন পাশে
উঠছে সাথে সাথে,
শক্ত করে দড়ি ধরা
চুড়ি পরা হাতে।
মনের সুখে গাইবে যে গান
পাখি হলেম তবে,
খিলখিলিয়ে উঠবে সবাই
ধন্য ধন্য রবে।
ওরে গীতা ওরে নীতা
দোলা থেকে নামো,
পড়ে গেলে ব্যথা পাবে
হবে কঠিন ব্যামো।