এতো নিশান লুকাও অন্ধ ক্রোধানলে-
ব্যর্থ প্রচেষ্টারা চাপাপড়ে মান্ধান্তর অতলে।
তবুও নীলম্বর ফেটে ছড়ায় চরম সত্য-
আবাহমানের বাতাবরণে, অনন্ত সুস্থ চেতনায়।
অসংখ্য আশংখ্যা মুখ লুকিয়ে আছে
গুলিয়ে দিতে চায় – জীবনের কিছু অঙ্ক,
পক্ষ্যে – অপক্ষ্যে হরতাল অস্বস্তি ছড়ায় –
শুকনো ফুলের জয়মাল্য টাঙানো বিজ্ঞাপনে।
তুমি স্বীকার করে নাওনি মানস ধাতুর চিন্তনে,
নিরুঙ্কুশ নও, সাম্প্রতিক যে প্রতিবেদন লিখেছো –
তা অবসাদের নিরসন নয়, দগদগে তৃণয়নে –
জরাজীর্ণ কাঠামোয় প্রাণ প্রতিষ্ঠার ব্যর্থ কৌশল মাত্র।
এতকাল ধরে যে শব্দায়ন …মিথ্যা মুক্তির কাগজাজ
লুকানো প্রশিক্ষণ বেরঙে তুলি বোলানো পটশিল্প।
ও সৃষ্টিতে স্রষ্টা মুচকি হাসেন হতবাক আনন্দমূর্তি,
অনাদরে আজও ঐতিহ্য মাথা তোলে ভক্তসমীপে ।