পরিযায়ী শ্রমিকেরা–পরিযায়ী পাখির মত
দু-মুঠো খাদ্যের সন্ধানে ঘোরে দেশ-দেশান্তরে!
স্বাধীনতার পঁচাত্তর বছর পেরিয়ে
ওরা হাঁটছে—-আজও হেঁটে চলেছে—-!
আত্মনির্ভরশীল ভারতের পরিযায়ী পাখিরা,
হেঁটে চলেছে দেশ দেশান্তরে-
অঙ্গ-বঙ্গ-কলিঙ্গের প্রান্তরে!
হাঁটতে হাঁটতে চলতে চলতে কখন আঁধার-
নেমে আসে ওদের দুচোখে !
ওরা নিরুদ্দেশের যাত্রী ঘুমিয়ে পড়ে
রেল-লাইনেরপরে।
রাতের অন্ধকারে দানবীয় রেল ওদের
পিষে দিয়ে চলে যায়!
রক্তমাংসের দলা পাকানো ছিন্ন ভিন্ন
পরিযায়ী হতভাগ্য শ্রমিক শরীর!
পরিযায়ী পাখি মরে শিকারির হাতে,
বলুন দেখি পরিযায়ী শ্রমিকেরা
কার হাতে মরে, এ- মৃত্যুর দায় কার?