সুকান্তের লেখা আজ বিশ্বে পরিচিত
শ্রেণী বৈষম্য দূরিত, লেখা ধরে ছবি,
কলমের নিবে আঁকা, নবোদয়ে রবি
প্রগতিশীল চেতনা, কলমে স্পন্দিত।
মার্ক্সবাদী আন্দোলনে লেখক জড়িত
অত্যাচারের বিরুদ্ধে শক্ত হস্তে নবী,
শোষণের বিরুদ্ধতা মসী মাঝে কবি
দুর্জয় দুর্বার গতি লেখায় সজ্জিত।
সাম্যবাদী লেখনীতে মন্বন্তর কথা
প্রতিবাদে ‘পূর্বাভাস’ আঁকে কত ব্যথা।
যক্ষা রোগে জীর্ণ শীর্ণ মরণ ব্যথায়
নবজাতকের কাছে করে অঙ্গীকার,
বসুন্ধরা পূর্ণ হবে লেখকের ধার,
ইতিহাসে অমরত্ব রবে বেদনায়।