যখন নতুন কিছু সৃষ্টি হয়,
তখন আগের যা কিছু সবই পুরানো হয়ে যায় !
তাই নতুন কে জায়গা করে দিতে হয়
পুরানো কে বিদায় জানিয়ে।
আজ যা পুরানো একদিন তা নতুন ছিল,
তাকেও কোনো পুরানো তার জায়গা ছেড়ে দিয়েছে।
এটাই প্রকৃতির নিয়ম ,এ নিয়ম চিরন্তন
কেউ খন্ডাতে পারবে না এ নিয়ম।
আমরাও একদিন পুরানো হয়ে যাব,
নতুনকে জায়গা ছেড়ে দিতে হবে আমাদেরও,
দেব ছেড়ে জায়গা নতুনদের জন্য।
তাই যতটুকু সময় আছে নিজেদের মধ্যে জমে থাকা
হিংসা, বিদ্বেষ কে ছুড়ে ফেলে দিয়ে
হৃদ্যতা আর মৈত্রীর বন্ধনে আবদ্ধ হওয়ার চেষ্টা করি।
প্রতি ৩৬৫ দিন অন্তর নতুন বছর আসে
পুরানো বছরকে বিদায় জানিয়ে।
আজ সেই দিন পুরানো সালকে বিদায় জানিয়ে
নতুন সালকে বরণ করে নেওয়ার দিন।
পুরানো বিদায় নিলেও আমরা কখনই ভুলতে পারি না
পুরানো কে
স্মৃতি পটে সঞ্চিত থাকে সারাজীবন।
সেই রকম পুরানো সাল থাকবে আমাদের স্মৃতিপটে।
তাই স্বাগতম আর একটা নতুন বছর।