জঞ্জাল ছাড়ি আজ কৌপিনধারী
আত্মবিভোর সপনচারী!
স্বার্থের বেসাতি হতে মুক্তাত্মা
দূষিত নর্দমা জলে অর্ঘ সব তিলাঞ্জলি।
সম্বন্ধ সকল ফাঁকা বুলি,
ভঙ্গুর কর্তব্যের হাড়িকাঠ।
কলুর বলদ, চোখে ঠুলি পীঠে ঘা,
ঘুরতে থাকে গোল গোল গোল……
পুন্যাত্মা বসুন্ধরা আজ পুঁতি দুর্গন্ধময়
পাপ দায়গ্রস্ত ঝাঁঝর।
রাজ যক্ষ্মা পেতেছে ফাঁদ
ফুসফুস নিরালায়।
বৃথা ভগীরথী প্রয়াস,
নীলকন্ঠ তপস্যায় অযথা খন্ডন।
জাহ্নবী প্রবর্তনে দুরাশা,
স্বার্থ আজ বেপরোয়া রক্তবীজ!