সেই স্বপ্ন মাখা গভীর দুচোখ
উজ্জ্বল অথচ সমুদ্রের মতো গভীর।
ঠিক কবে যেন দেখেছিলাম,
মনে নেই।
মনে আছে শুধু একজোড়া গভীর চোখের চাউনি।
বড়ো স্নিগ্ধ ও মনোরম।
কিছু কী বলতে চেয়েছিলে চোখের গভীর ভাষায়, না বলা কথায়?
আমি মনে মনে বলেছিলাম বেশ,
এই ছেলে টা তুই কি আমার স্বপ্ন হবি?
আমার রাত জাগা চোখের পালকের স্বপ্নীল ঘুম হবি?
কিছুই বলতে পারি নি সেদিন।
বুকের ভিতর অজানা তোলপাড় করা ঢেউ আছড়ে পড়েছিল আনাচে কানাচ!
অবনত মুখে লজ্জা লুকিয়ে
স্বপ্ন কুড়িয়ে রেখেছিলাম তাজা স্মৃতির পাতায়।
তোর আমার স্বপ্ন ছোঁয়া দিনে আজও মেঘ ভেসে যায়।
বৃষ্টি ঝরায়, শুকনো ডালে কুঁড়ি ধরে, ফুল ফোটে,শ্রাবণ ধারায় ভিজিয়ে দিয়ে যায়।
বসন্ত আসে অভিমানী রঙ নিয়ে, বুকের ভিতর দ্রিমি দ্রিমি মাদল বাজিয়ে যায়।
তোর আবীর মাখা রঙ গুলো
পাগল সমীরণে আমার মনে দোলা দেয়।
নীল আকাশের নীচে সবুজ গালিচায়
চাঁদের জ্যোৎস্না ভাসিয়ে নিয়ে যায়।
এইভাবেই আমাদের ভালো থাকা,স্বপ্ন দেখা, দূরে থেকে ছুঁয়ে ছুঁয়ে হৃদয়ে হৃদয় স্পর্শ করে তাই।