বলতো কি তার পরিচয়?
দেখলে তাকানো যায় না
তাকালে দেখা যায় না।
অথচ মনকে করে সদা প্রসন্নময়।
সে তবে কে হয়?
দৃষ্টির ভাল লাগে দেখতে তাকে
তাই সে আঁকড়ে ধরতে চায়
কিন্তু ধরা সে না দেয়।
বলতো এতে দৃষ্টির দোষ কোথায়?
দৃষ্টি দিয়েই চোখ দেখতে চায়
চোখ খোঁঁজে তাকে মনের ইশারায়।
তাই স্বপ্ন নামেই মনে সে জেগে রয়
এতে চোখের দোষ কোথায়?
মন হৃদয়কে রঙিন স্বপ্ন দিয়েই সাজাতে চায়
তাই খুশিতে মন আত্মহারা হয়,
এতে মনের দোষ কোথায়।
হৃদয়ের সুন্দর লাগে রঙিন বেশে স্বপ্নকে।
যদিও সকল রঙিন স্বপ্ন হয় অলীক
সফল হয় না বাস্তবিক
তবুও হৃদয় ভালবেসে দেখতে চায় তাকে
এতে হৃদয়ের দোষ কোথায়?
সুখ দুঃখপূর্ণ জীবন হবে না আনন্দময়
ঈশ্বর সৃষ্ট এই জীবন যদি না হয় স্বপ্নময়।