না চাইতেই পেয়েছিলাম যে উপহার,
হৃদয় উপচানো ভালোবাসার মণিহার,
অকৃত্রিম আন্তরিকতায় হয়েছিলাম ধন্য,
ফুলগুলো ফুটেছিল, হোকনা তারা বন্য,
জীবনের সব পৃষ্ঠা জুড়ে তখন রঙের মেলা,
মনের আকাশ জুড়ে, চলছে রামধনুর খেলা।
হঠাৎ করে এলোমেলো হয়ে গেল সবকিছু,
সোনালী দিন চলে গেল দুখের নদীর পিছুপিছু,
ফাগুনের শেষ বিকেলের বোবা কান্নায় ভেঙেচুরে,
নেমে আসে ফল্গুধারা, আমার দুইগাল জুড়ে,
শব্দেরা নিয়েছে ছুটি, পাখির ডানায় কষ্টকথা,
জীবনের নীল নদের তীরে, ভালোবাসার কথকতা।
দুঃখ – সুখের সাপলুডো খেলায়,করেছো কিস্তিমাত,
মুছে যাওয়া অশ্রু পথের পরেও, খুঁজে পেয়েছি পথ,
সাবেকি সম্পর্ক ভেঙে, কিনেছি বেহিসাবি জ্যোৎস্না,
কোপাই নদীর ভাঙা পাড়ে বসে দেখি স্বপ্নের দ্যোতনা,
দূরের পথ ধরে আসছো তুমি, খোঁপায় গুঁজে রক্তপলাশ,
স্পর্শ করে মায়াবী বাতাস, পাড়ি দিই সব পেয়েছি দেশে,
অবশেষে ।।।।।