জন্ম নিয়েই প্রথম দেখি মাগো তোমার মুখ,
তোমার স্নেহের আঁচল পরশ জাগায় পরম সুখ।
কত প্রেমে যত্ন সাথে গর্ভে ধারণ করে,
পৃথ্বী ‘পরে আনো সন্তান আনন্দ মন ভরে।
ভুবন মাঝে মাগো তুমি তুলনাহীন তাই,
তোমার স্নেহ মমতায় মা ব্যথা ভুলে যাই।
তোমার সোহাগ মাখা হাতে ক্রমে বড় হই,
তোমার কাছেই বায়না করে সদাই খুশি রই।
আদর করে শাসন করে সঠিক দিশা দাও,
বিঘ্ন বাঁধা যতই আসুক পিছে নাহি যাও।
তোমার আশিষ থাকলে মাথায় নাহি করি ভয়,
পিতা মাতার আশীর্বাদে জানি হবেই জয়।
পিতার শাসন কঠিন তবু আদর ভরা বুক,
তাঁর দানেতে সুখে থাকা হাসি ভরা মুখ।
মাতা পিতার ভালোবাসার তুলনার নেই শেষ,
সন্তান জন্য করেন তাঁরা স্বার্থ ত্যাগ যে বেশ।
পিতা মাতা যে ভগবান ধরা মাঝে হয়,
সন্তান সুখের হেতু তাঁরা সদাই ব্যস্ত রয়।
পিতা মাতার যত্ন করো দিয়োনা কভু দুখ,
তাঁদের চরণ তলেই জেনো আছে যত সুখ।