সেলফিটা তুলতে ঠিক ,
ঠোঁটে হালকা লিপস্টিক ।
কেশরাজীর বিনুনিতে ,
ম্যাচিং গেরুয়া ফিতে ।
টানা চোখে, গাঢ়ো কাজল ।
এবার সেলফিটা তোল্ ।
বিশেষ ভঙ্গিতে দাঁড়িয়ে ,
হাত খানি আকাশে বাড়িয়ে ,
সূর্য ধরিছে কেন ?
দেখিস মন্দ লাগে না যেন ।
লাগছে ভালো মুচকি হাসি ,
ডালিম গাছের পাশাপাশি ।
গোলাপি রঙের শাড়ি ,
অঙ্গে জড়িয়ে আছে তারই ।
ব্লাউজ আর টিপটাও মানানসই ।
এক ফটোতেই যেন পড়ে হইচই ।
মনে দিতে দোল ,
দু’গালে বানিয়েছে, কৃত্রিম টোল ।
সেলফির বাজারে ,
কেউ যেন তারে ; হারাতে না পারে ।