বসন্ত এসেছিল দ্বারে
রঙ বেরঙের ফুলের সমারোহে ভরে গিয়েছিল আমার চারপাশ।
কখনো কৃষ্ণচূড়া, কখনো পলাশ
ওদের রক্তিম ছটায় মুগ্ধ করেছিল আমাকে।
আবার কখনো কোকিলের কুহু সুরে মাতাল হয়েছে মন।
আজ আর কিছুই নেই
কখন যে ওরা চলে গেছে
উন্মুক্ত দ্বারপ্রান্তে অপেক্ষায় অপেক্ষায় দিন গুনি।
হয়তো ওরা আবার আসবে ফিরে !
উদাসী নয়ন শুধু খুঁজে মরে সেই কৃষ্ণচূড়া, সেই পলাশ,
সেই কোকিলের মিষ্টি সুর।
তবে কি ওরা পথ ভুল করেছে !