হৃদয়ে তোমার কাঞ্চন দ্বীপ
সুবর্ণ দিয়ে মোড়া,
তবু কারো কাছে অবহেলা পাও
কারো কাছে তুমি সেরা।
অবহেলাটা কে ভুলে যাও তুমি
না দেখার ভান করে,
নিন্দুক কেও চিনতে চাওনি
মহান হৃদয় বলে।
লোকে বলে তুমি অবহেলাতেও
খুশী থাকো যে কি করে,
তুমি যে লোকের খুশী তে জ্বলো না
সেটা জানি ভালো করে।
আজও বুকে থেকে সোনা ছেঁকে তোলে
কতো লোক করে খায়,
কতো দুষ্কৃতি নানা ছল করে
আদিবাসী দের ঠকায়।
তাকে জানি আমি সুবর্ণ রেখা
মায়াবী নদীর নাম,
যুগ যুগ ধরে বয়ে চলে আজও
ছোট নাগপুর ধাম।
নদী আর নারী একাকার জানি
সেই কবে থেকে চেনা,
দুজনেই ঘর বাড়ি ছেড়ে করে
জীবনের লেনা দেনা।
রূপ যৌবন অর্থ এসবই সাময়িক পরিচিতি
সদ ব্যবহার দরদী হৃদয় মরণেও থাকে স্মৃতি।।