ভারতবর্ষে শত নারী হর্ষে
নিজের মত বাঁচে,
গায়ে খাটে নন্দ বাটে
সুখের সংসার যাঁচে।
স্বপ্নের আলো দেখে ভালো
অন্তর জুড়ে রহে,
অভাব যত খাটবে শত
সুমধুর তান বহে।
একলা মেয়ে. দুর্ভাবনা ছেয়ে
সংসারের হাল ধরে,
সন্তানের মুখ দিচ্ছে সুখ
একলা কাজ করে।
গোরু আছে নিজের কাছে
আশ্রয় হয় কিছু,
রোজগার চলে গোরুর বলে
ভাড়াতে দেয় পিছু।
গোরুর গাড়ি চেপে নারী
যাচ্ছে অনেক দূর,
যাবে হাটে বসবে মাঠে
বিক্রী করবে গুড়।
দিনের শেষে ঘরে এসে
কাছে টানে শিশু,
রুটি করে মুখে ধরে
কাঁদে কোলের বিশু।