একদিন সকালে আপন খেয়ালে
গিয়েছি সুখের বাজারে
এক মুঠো সুখ আনবো কিনে
সবার চোখের আড়ালে
সবাই যে কেনো কেবল চেঁচায়
সুখের লাগি রাতদিন
সুখ না জানি কি এমন দামি
কিনবো আজকে তাহারে
চুপিসারে হায় গিয়ে যে সেথায়
বোকা আমি হতভম্ব
বুঝেছি প্রথম সুখের লাগি
কেনো মানুষের দম্ভ
আমি যে সেথায় গরীব বেজায়
সীমিত যে কানাকড়ি
কিনবো কি সুখ
সুখের বাজারে সুখ যে ভীষণ দামি
মনে মনে আমি এবার জানি
ফিরবো না খালি হাতে
দুঃখের দাম অনেকটা কম
মন ভরে নেবো তাঁকে