সংবাদ-প্রতিষ্ঠান
সত্যি মিথ্যে সব
উত্তেজক সংবাদ ছড়ান,
সংবাদ বেচে লাভবান হন।
আমরা প্রতিদিনের সংবাদ গিলে
আলোড়িত হই
মনের খিদেে মেটাই,
সাহিত্য-সংস্কৃতির ধার ধারি না।
সংবাদ-প্রতিষ্ঠান
সত্যি মিথ্যে সব
উত্তেজক সংবাদ ছড়ান,
সংবাদ বেচে লাভবান হন।
আমরা প্রতিদিনের সংবাদ গিলে
আলোড়িত হই
মনের খিদেে মেটাই,
সাহিত্য-সংস্কৃতির ধার ধারি না।