তুমি জানো চারিদিকে বহু মানুষই
অসহায় আজ শুধু দেখি বেকারত্ব,
তারই মাঝে চলছে শ্রেণী শোষণেই
ঠগ যোগীরা করছে সমাজ আয়ত্ব!
ন্যায় নীতি মানবতা হচ্ছে পেষণে
বড়ো জটিল ধাঁধায় মগ্ন ষড়যন্ত্র।
শিক্ষায় যারা হানছে আঘাত তোষণে
তারা করছে বিলোপ আজ গণতন্ত্র ।
ব্যক্তিগত চাহিদারা তুচ্ছ নয় জানি
তোমায় ভালোবেসেছি নিখাদ বাসবো,
আমাদের প্রেম গাঢ় আরো যুগে মানি
তুমি আমি মুগ্ধ প্রেম জোয়ারে ভাসবো,
এখন সময় বুঝে নেবার দায়িত্ব
প্রতিষ্ঠিত সামাজিক হোক মনুষত্ব।