তোমার দৃষ্টি ঝর্ণার উৎস মদ খেলে
আমি আরণ্যক উন্মাদ হবো
তাই অশান্ত ইচ্ছে শীষের জিভে
সংযমী সংরঙের পিটপিটে প্রলেপ দিয়েছি
ওপারে আশ্চর্য আগুন হিমে
অক্লান্ত পিপাসার পথ পাতা আছে
অদৃশ্য চুম্বকের চুম্বন প্রাচীর তুলে
তোমার আগ্নেয় লাভাঠোঁট ফাঁকের
প্রশ্রয়ে বিস্মিত হতে হতে
নিরাপদ ফুটপাথে মধ্যবর্তী আছি
নিপাট নৈকট্যে গেলে পূর্ণ পাওয়ার জ্বরে
পুড়ে পুড়ে সমূলে শ্মশান পাবে সংসারী হাড়
শুচিবাই ব্যাকরণ দ্রোহীর বিচারে
আমার সামাজিক নামতা পায়ের ঠিকানা
হবে সূর্যসিঁড়ি থেকে পাতাল পরিখা
যদিও বিপন্ন বোধে বন্দী মৈনাকে
তবুও সম্পূর্ণ বিস্মিত হবার আদিম আদম লোভ
লুকোচুরি খেলে আমারই পূর্ণ ডি এন এ র
সাতনরী মমির আঁধারে