আমার বুকে যত সাহস?
তোকে দিলাম।।
আমার যত বলভরসা?
তোকেই দিলাম।।
আমার নিজের বাঁচার তাগিদ?
তোকে দিলাম।।
আমার সকল সুখস্মৃতি?
তোকে দিলাম।।
আমার দুখের কলম করতে সুখের,
তোকেই দিলাম!
আমার বিদূষকের হাসি?
তোকেই দিলাম।।
আমার উপভোগের জীবন আমি
তোকেই দিলাম।।
আমার হৃদয় রস নিংড়ে নিয়ে
তোকেই দিলাম।।
তোর যত সব মনের বেদন
আমিই নিলাম।
তোর সকল যন্ত্রণাটুক
আমিই নিলাম।
তোর চোখের জলের সবটুকু নয়
আমিই নিলাম।
তোর নিংড়ানো বুক মোচড় দেওয়া
দুঃখ নিলাম।।
তবে
তোকে বেঁচে থাকার আনন্দঘন
মন্ত্র দিলাম!
(বাবারা সব সময় তাদের আদর্শ নিয়ে আমাদের হৃদয়ে অমৃতকোনে স্থান নেন।তাদের দেহ নশ্বর কিন্তু তাদের আশিস মৃত্যুঞ্জয়)