তোমরা যে সব কাব্য লেখো
ভারি ভারি কত্ত কথা
সবই যদি হয় গো বোঝার
শিশুরা বলো বুজবে কি তা?
আমার কলম অল্প জানে
ছোট্ট কথার ছোট্ট মানে
আমার কলম লিখছে কেবল
হাসির কথা খুশির টানে
নাইন বা থাকুক শব্দ বাহার
কঠিন কথার সেই সমাহার
সহজ কথা সহজ থাকুক
পড়তে ভালো লাগবে সবার
শুধুই কঠিন আজ চারিদিক
বইগুলো সব বজ্র কঠিন
শিশুরা ও আজ যন্ত্রসম
হারিয়ে গেছে তার শৈশব
না হয় আমি সহজ লিখি
অল্প জানি, অল্প বুঝি
সব কঠিনেই সহজ খুঁজি
সেটাই যদি হয় যে গো ভুল
আমার ভুলে আমি খুশি
একটু সহজ লিখলে না হয়
সরল শিশু তাতেই খুশি
এবার তবে সকল মিলে
সহজ কথায় কাব্য করি