সস্তার রাজনীতি মানুষের মৃত্যুর থেকে কি দামী?
রাজনীতি কখনোই মানুষের মৃত্যুর থেকে দামী হতেই পারেনা।
অবশ্য বর্তমানে যে ধরনের রাজনীতি চলছে তাতে ভালো ও মন্দ দুটো দিকই আছে।
দুখের বিষয় হলো যে রাজনীতিতে মন্দ দিকটাই প্রবলভাবে মাথাচাড়া দিয়ে উঠার ফলে সাধারণ মানুষের দুর্গতির সীমা থাকে না। দেখা যাচ্ছে এই ধরনের রাজনীতির ফলে যুব সমাজ ধ্বংস হতে চলেছে।কিছু কিছু যুবক তো রাজনীতির কদর্য বলি হয়ে মৃত্যুর দিকে ঢলে পড়ছে।
রাজনীতিতে আজকাল স্বচ্ছতা তো নেইই,ক্ষমতার লোভে,গদির লোভে কতিপয় দুর্ণীত বাজ নেতাস্তরের মানুষ নিজেদের আখের গোছাতে সমাজের যুবকসম্প্রদায়কে নানা প্রলোভনের ফাঁদে ফেলছে।আর,সাধারন ঘরের ওইসব যুবকেরা যারা অর্থাভাবে ভালোকরে লেখাপড়াও করতে পারছেনা ,একটু ভালো খেতে পরতে পাচ্ছে না তারা বিভ্রান্ত হচ্ছে।
ফলে, ছেলেরা কি ভাবে নষ্ট হচ্ছে চোখে দেখা যায়না। যুবসমাজ নিজের ব্যক্তিত্ব হারিয়ে বাঁচার পথ খুঁজে মরছে।
সমাজের সাধারন মানুষেরা এসব দেখে দিশেহারা।
জন সাধারণের মাঝে সচেতনতা জাগাবার মতন দৃঢ় মনোবল থাকা মানুষ কোথায়? কে দেখাবে সঠিক দিশায় চলার পথ? মানুষ কোন পথটি অবলম্বন করে চলবে?
অথচ,যেসব নেতাদের তাবেদারী করতে যুবকেরা নিজের জীবন বিপন্ন করেও ঝাঁপিয়ে পড়ছে,কাজ হাসিল হয়ে যাবার পরে তাদের কাজের কোন মূল্য থাকেনা,তাদের কথা নেতারা মনেও রাখে না।
আর,যে নেতারা জনসাধারণকে মূল্যায়ণ করে না, তাদের জন্য সমাজের উঠতি তরুণেরা বলি হচ্ছে।
তাহলে ,সস্তার রাজনীতির কী কোন মূল্য আছে? কেন এই রাজনীতি?
জনসাধারণের মাথায় হাত বুলিয়ে সবকিছু চলে।কখনো দ্রব্যমূল্য বৃদ্ধি,কখনো আরো কত ছলচাতুরি।
আজকাল তো সর্বত্র রাজনীতি ঢুকে পড়েছে।
সরকার দেশের জনসাধারণের জন্য যেসব পরিকল্পনা করছে,নানাউন্নতির খাতে বরাদ্দ করছে তার কতটা ঠিক জনসাধারণের কপালে জুটে?
এসব নিয়ে কিছু বলতে আওয়াজ তুলতে তারাই এগোবে রাতের আঁধারে খালাস হয়ে যাবে অদৃশ্য অঙ্গুলি হেলনে। তারপরে আবার ব্যাপারটাকে ধামাচাপা দিয়ে এটা নিয়েও রাজনীতির ইস্যু তৈরী হয়ে যাবে ।আর না হলে কিছু টাকা দিয়ে মুখ বন্ধ ।
কিন্তু যারা মরলো বা যাদের পরিবারে মায়ের কোল খালি হলো,তার কোন বিচার হলো কি? না,হলো না।এটাই তো রাজনীতি। সাধারণ মানুষ আর কতদিন চোখের সামনে এইসব অরাজনৈতিক ঘটনা ঘটছে দেখবে?
প তামাতাও অসহায় হয়ে দেখে,তাদের সন্তানেরা রাজনীতির কাদা গায়ে মাখতে,বারণ করছে কিন্তু উঠতি প্রজন্ম শুনছে না। মতোই বোঝাতে চাইছে যে, রাজনীতি অতি নোংরা ,এসবে কেবল জীবন নষ্ট হবে।কি দরকার এমন রাজনীতির! দেশের তরুণেরা শিক্ষিত হয়েও বেকার। তাই ত দের বিভ্রান্ত করা সহজ।
কিন্তু এমন কেউ যদি থাকতো যে এগিয়ে এসে সচেতনার পাঠ পড়াবে,বোধে জেগে উঠতে উদ্দীপনা জোগাবে,তাহলেই হয়তো একটা পথ খুলে যেতো।
একবার যদি যুবসমাজ জেগে ওঠে তাহলেই একমাত্র এই সস্তার রাজনীতির পতন ঘটতে বাধ্য।
অভিভাবক এবং সমাজের যারা শুভানুধ্যায়ী তাদের উচিত যুবক সম্প্রদায়কে সঠিক পথ দেখানো।বোঝানো যে, লোভের ফল কখনোই ভালো হয়না।
যদি সবাই সজাগ হয়ে অঙ্গীকারে এগিয়ে আসে তাহলে এইসব যুবকেরা রক্ষা পাবে । রাজনীতির যূপকাষ্ঠে বলি হবে না।মানুষের প্রাণের থেকে কখনও রাজনীতি দামী হতেই পারে না- এটা বলাই বাহুল্য।