আমরা সবহারাদের দল-
পেটে কেবল ভাতের খিদে
জিভেতে তাই জল!
আমরা সবহারাদের দল।
আমাদের হাতে আছে শ্রমের পেশী,
রুজি-রুটি নইতো বেশি,
জাত-পাত নেই দেশ-বিদেশী!
চোখেতে নেই ছল।
আমরা সবহারাদের দল।
আমাদের পান্তা ফুরায় আনতে নুন,
শীতে আছে আঁচের উনুন,
দেখতে কেমন শকুন-শকুন!
দেহেতে নেই বল।
আমরা সবহারাদের দল।
মাথার উপর নেইতো ছাদ,
কুকুরের সাথে নিত্য বিবাদ!
আছে আকাশের একফালি চাঁদ,
চোখেতে নেই জল।
আমরা সবহারাদের দল।
আমাদের হাজার পোলাপান,
ফুটপাতেতে ভিক্ষা করে গায় বেসুরো গান।
কেউবা বাবুর পকেট মেরে দেয় সোজা পিঠটান!
ধরা পড়লে মারের চোটে চোখ করে ছলছল।
আমরা সবহারাদের দল।
আমাদের তবুও জীবন চলে!
রাণী-মোতিরা শরীর ব্যাচে উড়ালপুলের তলে,
রাজা-কালুদের হাড় ভাঙে রোজ শ্রমের যাঁতাকলে!
শহর কোলের শপিং মলে আলো জ্বলে ঝলমল!
আমরা সবহারাদের দল।
আমরা সবহারাদের দল,
পেটে কেবল ভাতের খিদে
জিভেতে তাই জল।
আমরা সবহারাদের দল।