সৎ পথে যারা চলে জেনো তাঁরা
জীবন কাটায় সুখে,
জ্ঞানের আলোতে হৃদয় মাঝেতে
হাসিটি রাখে যে মুখে।
জীবকুল মাঝে মানব বিরাজে
বুদ্ধিতে হবে সেরা ,
জ্ঞান বাতি জ্বেলে ভালোবাসা ঢেলে
প্রেম ভাবে রবে ঘেরা।
ভালো কাজে থেকে সদ্ভাব রেখে
পথ চলাতেই সুখ,
বিভেদের রেশ করে সবে শেষ
মনেতে জাগায় দুখ।
সত্যের পথে চলো নিজ মতে
জীবন সুখেতে যাবে,
সদা সৎ কাজে দিন যদি রাজে
সুফল তুমি যে পাবে।
যারা ধরা মাঝে থাকে সৎ কাজে
দয়াল থাকেন সাথে,
জীবনের শেষে বন্ধুর বেশে
হাতটি রাখেন মাথে।