কি জ্বালা, কি জ্বালা ! সতীন নিয়ে সংসার ।
আগের দিনে দশটা রানী, এক একটা রাজার ।
ওদের বোধহয় সহ্য শক্তি, ছিল ভীষণ অপার ।
প্রজার বেলায় অন্য নিয়ম, রাজার বেলায় ছাড় ।
বদলে গেছে নিয়ম- কানুন, বহুবিবাহ নেই আর ।
বউটা ভাবে, স্বামী ভালো, সতীন নেইকো তার ।
চরিত্রটা যায় না ধুলে, যে হয় বুনো ষাঁড় ।
সবার জন্য খোলা দুয়ার ; নিষিদ্ধপল্লীর রক্ষিতার ।
বদলে গেছে পরিকাঠামো, চাহিদাটা কিন্তু এক ।
প্রানের স্বামী আছে তো পাশে ? আঁচল তুলে দেখ ।
সন্দেহবাতিক মনটা যে তার ;
এমনি এমনি হয়েছে কি আর !
স্ত্রী ভাবে স্বামী তাহার ,
ব্যস্ত ভীষণ কাজে ।
সাজিয়ে টেবিল বাহারি আহার ,
স্বামী এল না যে ।
সতীন সবার সেদিনও ছিল, আজও বিদ্যমান ।
নামটা শুধু বদলে গিয়ে, নতুন সংজ্ঞা দান ।