দিনেরাতে চিল চীৎকারে
কানে লাগে তালা,
তরমুজ আলীর দুই নিকাতে
বাড়লো শুধু জ্বালা।
ঈদের বাজার মালা চুড়ি
স্নো পাউডার শাড়ি,
লাল সবুজে লতা ফুলে
নকশা কাটা ভারী।
মালা চুড়ি দুজনাকেই
তরমুজে দেয় গুনে,
শাড়ির বেলায় লাগলো কুন্দল
পাড়া পড়শী শুনে।
বড়ো যদি সবুজ ধরে
লতাপাতা আঁকা,
অভিমানে ছোটো রাগে
মুখটি করে বাঁকা।
বড়োবিবি সন্তান হীনা
তাই দ্বিতীয় বিয়ে,
ষোড়শী যে ছোটো বিবি
তাইতো এলো নিয়ে।
ঝগড়াঝাঁটি লেগেই থাকে
দুই সতীনের মাঝে,
এপাড়ার কাক ওপাড়ায় ধায়
শান্তি নাহি রাজে।