জীবনে মরণে তৃষ্ণা মেটাতে
বিশুদ্ধ জলে প্রাণ বাঁচে,
পৃথিবীর দান ধরে রাখো মান
ঈশ্বর কৃপা জানা আছে।
বৃক্ষ ছেদন করছে কেমন
নগরায়ণের কথা বলে,
বাস্তব ভুলে অন্যায় পথে
ধ্বংসলীলার খেলা চলে।
রুষ্ট দেবতা দহন নিদাঘ
তপ্ত পৃথিবী ধরা পরে,
শুষ্ক পুকুর জলাশয় সব
জলের অভাবে জীব মরে।
দূষণ বৃদ্ধি চারিদিকে আজ
শ্বাস কষ্টেতে সবে দুখে,
বৃক্ষ রোপণ করতে হবেই
অক্সিজেনের সাথে সুখে।
জলেই জীবন শিখতে হবেই
অপচয় তাই রোধ করো,
জলের অভাবে জীবকুল মরে
সংরক্ষণে হৃদি ভরো।